রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত ছোট বড় সমস্ত ধরনের ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। ভারতের সমস্ত ধরনের ব্যাংকের রাশই রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে। আর তাই ছোট ব্যাংক হোক বা নামজাদা বড় ব্যাংক, কোনো ব্যাংকের কর্তৃপক্ষ যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম মেনে না চলে তবে ব্যাংক কর্তৃপক্ষকে যথেষ্ট শাস্তি ভোগ করতে হয়। এমনকি বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, ভারতের বিভিন্ন ক্ষেত্রের নানাবিধ ব্যাংক থেকে উপার্জনের সম্ভাবনা না থাকার কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ এই সমস্ত ব্যাংকগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে।
আর এবারে এমনই দুটি নতুন ব্যাংকের নাম প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। RBI -এর তরফে জারি করা বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে যে, খুব শীঘ্রই ভারতের দুটি ব্যাংক বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়েছে। আর তাতেই আগামী দিনে কোন দুটি ব্যাংক বন্ধ হতে চলেছে, কি কারণে বন্ধ হতে চলেছে তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে বারবার বিভিন্ন ধরনের চর্চার সূত্রপাত ঘটেছে। যার জেরে আজকের এই পোস্টে আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কোন দুটি ব্যাংককে বন্ধ করে দেওয়া হবে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষের তরফে কর্ণাটকের তুমকুরের শ্রী সারদা মহিলা সমবায় ব্যাঙ্ক এবং মহারাষ্ট্রের সাতারার হরিহরেশ্বর ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। উপরোক্ত দুটি ব্যাংকের কাছে কোনোরকম মূলধন না থাকায় এই দুটি ব্যাংককে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে। শুধু তাই নয়, ব্যাংকে পর্যাপ্ত মূলধন না থাকার পাশাপাশি এই ব্যাংক দুটি থেকে আগামীতে উপার্জনের কোনো সম্ভাবনাও না থাকার কারণেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এইরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে RBI -এর তরফে প্রকাশিত এই নির্দেশিকায়।
আরও পড়ুন:- আবেদন করুন বাংলা শস্য বীমা যোজনায় এবং ক্ষতিগ্রস্ত ফসলের বীমার টাকা পেয়ে যান।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আরো জানানো হয়েছে যে, কর্ণাটকের তুমকুরের শ্রী সারদা মহিলা সমবায় ব্যাঙ্ক এবং মহারাষ্ট্রের সাতারার হরিহরেশ্বর ব্যাঙ্কের বর্তমান আর্থিক অবস্থার কারণে দুটি ব্যাংকই আমানতকারীদের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে অক্ষম, ফলত এই ব্যাংক দুটিকে বন্ধ করে দেওয়াই শ্রেয় বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে মারফত এই দুটি ব্যাংককে ব্যাংক সংক্রান্ত সমস্ত রকম কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে উপরোক্ত ব্যাংক দুটির আওতাধীন ব্যক্তিরা ব্যাংকে আমানত জমা করা এবং ব্যাংক থেকে আমানত তোলার মত সুবিধাগুলি পাবেন না।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা বিবৃতি অনুসারে আরো জানা গিয়েছে যে, বিগত ১১ ই জুলাই ২০২৩ তারিখ থেকেই হরিহরেশ্বর সমবায় ব্যাঙ্কের সমস্ত রকম কাজকর্ম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী সারদা মহিলা সমবায় ব্যাঙ্কের ৯৭.৮২ % আমানতকারীকেই ডিআইসিজিসি থেকে তাদের মূল আমানত ফেরত দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে RBI এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা বিবৃতি মারফত আরো জানানো হয়েছে যে, প্রত্যেক আমানতকারী তার ৫ লক্ষ টাকার বিনিয়োগকৃত অর্থের জন্য ডিআইসিজিসি থেকে আমানত বীমা দাবি করার অধিকার পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করা হচ্ছে তা নয়। ইতিপূর্বে ভারতের বিভিন্ন প্রান্তের নানাবিধ ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে RBI, এমনকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার কারণে প্রচুর ব্যাংককে যথেষ্ট জরিমানা করা হয়েছে RBI -এর তরফে। RBI -এর পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, ১১৪ টি ব্যাংককে জরিমানা করা হয়েছে এবং এই ১১৪ টি ব্যাংকের তালিকায় মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে শুরু করে মিল্লাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক, রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক, ডেকান কো-অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক, বাবাজি দাতে মহিলা আরবান ব্যাংকেরও নাম রয়েছে।