বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৩-এ (2023 BGBS) পশ্চিমবঙ্গের চা নিয়ে হয়ে গেল বড় চুক্তি। কোকা কোলা ইন্ডিয়ার (Coca-Cola India) উদ্যোগ নিল এক অভিনব ভাবনার। ‘Honest Tea’ নামে রেডি-টু-ড্রিঙ্ক চায়ের পানীয় বাজারে নিয়ে আসার কথা ঘোষণা করল এই কোম্পানি। লক্সমি গ্রুপের আইকনিক দার্জিলিং টি এস্টেট (Darjeeling Tea Estate), মাকাইবাড়ির সঙ্গে রেডি-টু-ড্রিঙ্ক আইসড গ্রিন টি-এর অংশীদারি ব্যবসা শুরু করতে চলেছে এই প্রতিষ্ঠান। ‘Honest Tea’ ব্র্যান্ডটি কোকা কোলা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান, অনেস্টের মালিকানাধীন। অভিনব এই পানীয়টি দুটি স্বাদে পাওয়া যাবে। এই দুটি হল লেবু-তুলসি এবং আম।
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩ -এর দ্বিতীয় দিনে অর্থাৎ ২২ নভেম্বর তারিখে বোতলজাত বরফযুক্ত গ্রিন টি-এর ড্রিঙ্কটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কোম্পানির কর্মকর্তাদের দাবি পণ্যটির জন্য জৈব গ্রিন টি, কলকাতা ভিত্তিক লক্সমি টি কোম্পানি প্রাইভেট লিমিটেডের মাকাইবাড়ি টি এস্টেট থেকে নেওয়া হবে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সপ্তম আসরে দুই কোম্পানির মধ্যে এই সংক্রান্ত একটি MoUও স্বাক্ষরিত হয়।
কোকা কোলা ইন্ডিয়া-র এক বরিষ্ট আধিকারিক বলেন এর পিছনে উদ্দেশ্য ছিল যে ভোক্তাদের চায়ের বিকল্প কোনও পানীয় সরবরাহ করা। তিনি আরও বলেন বরফযুক্ত এই গ্রিন টি-তে লেবু-তুলসি এবং আমের স্বাদে পাওয়া যাবে। কলকাতার কোম্পানি, লক্সমি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রুদ্র চ্যাটার্জি বলেন দার্জিলিংয়ে মাকাইবাড়ির চেয়ে বড় চা বাগান আর নেই।
কোকা কোলা ইন্ডিয়া এবং দক্ষিণ – পশ্চিম এশিয়ার হাইড্রেশন, কফি এবং চা বিভাগের ডাইরেক্টর অফ মার্কেটিং, কার্তিক সুব্রামানিয়ান একটি বিবৃতিতে বলেন, “আমরা আমাদের নতুন রেডি-টু-ড্রিঙ্ক আইসড গ্রিন টি চালু করতে পেরে খুব খুশি৷ Honest Tea -এর সঙ্গে আমরা গ্রাহকদের একটি দুর্দান্ত স্বাদযুক্ত গ্রিন টি ভিত্তিক পানীয়ের স্বাদ উপহার দিতে পারব।”