আমার কর্মদিশা প্রকল্পে (Aamar Karmadisha) দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। নিম্নমুখী বর্তমান চাকরির বাজার। যা হাল তাতে করে অসহায় হয়ে পড়েছে রাজ্যের যুবসমাজ। পড়াশোনার প্রতিও আগ্রহ কমছে রাজ্যের ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন সেভাবে রাজ্যে চাকরির পরীক্ষা নেই। যে পরীক্ষাগুলি হচ্ছে তাতে প্রতিযোগীর সংখ্যা মাত্মারিক্ত। অনেকেই তাই রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছে। এ অবস্থায় রাজ্যের মানুষদের জন্য বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য দুর্দান্ত এক প্রকল্প আনল রাজ্য সরকার।
শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। অষ্টম পর্যায়ের এই দুয়ারে সরকার প্রকল্পে রাজ্যের বাসিন্দারা ৩৬ টি পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই শিবির চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এই শিবিরেই রাজ্যের বাসিন্দাদের কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের জন্য আবেদন করার সুযোগ থাকছে।
Aamar Karmadisha প্রকল্প :
রাজ্যের আর কোনো যুবক যুবতী থাকবে না বেকার। তাদের জন্য কাজের ব্যবস্থা করবেন রাজ্য সরকার। সে জন্য এক বিশেষ প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের সরকার। এই প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে যোগ্য করে তোলা হবে এবং কর্মের দিশা দেখাবে। কী এই প্রকল্প? এই প্রকল্পের সুবিধা গুলি কী কী? কীভাবে এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে? সেই সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
রাজ্য সরকারের কর্মসংস্থান প্রকল্প
রাজ্য সরকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা নিতে এর আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে ‘স্কিল ডেভলপমেন্ট’ ট্রেনিংও চালু করেছিল রাজ্য সরকার। তবে এবার রাজ্যের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করে দিতে নতুন এক প্রকল্প চালু করলো রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘আমার কর্মদিশা’। রাজ্যের কারিগরী শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই প্রকল্প লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন : বিনামূল্যে স্মার্টফোন দেবে রাজ্য সরকার! কীভাবে পাবেন? জেনে নিন বিস্তারিত
Aamar Karmadisha প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
জানানো হয়েছে ‘আমার কর্মদিশা’ প্রকল্পের সুবিধা পাওয়া জন্য আবেদন করতে পারবেন ১৫ থেকে ৪৫ বছর বয়সীরা। এই বয়সসীমার মধ্যে থাকা যুবক-যুবতীরা দুয়ারে সরকারে ক্যাম্পের গিয়ে ‘আমার কর্মদিশা’ প্রকল্পের জন্য নিজের নাম নথিভুক্ত করতে এবং এই সংক্রান্ত তথ্য পেতে পারবেন। এই জন্য যেখানে দুয়ারে সরকার শিবির হচ্ছে সেখানেই ‘আমার কর্মদিশা’ প্রকল্পের জন্য আলাদা একটি কাউন্টার করা হয়েছে।
Aamar Karmadisha প্রকল্পের সুবিধা :
রাজ্য সরকার রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থান করে দিতে এই বিশেষ প্রকল্প এনেছে।
- এর মাধ্যমে রাজ্যের বড় বড় সংস্থায় ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।
- কাজ পাওয়ার জন্য যে সব দক্ষতা প্রয়োজন তা শেখানো হবে।
- পলিটেকনিক ও আইটিআই সহ আরো অনেক প্রতিষ্ঠানে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ বিশেষ সুযোগ করে দেওয়া হবে।
ওয়েব এবং মোবাইল অ্যাপ থেকে নিজের পছন্দ পেশা বেছে নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হবে। ১৫ বছর থেকে ৪৫ বছর বয়সী পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারবে।
Aamar Karmadisha প্রকল্পে আবেদন করবেন কীভাবে ?
রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩৬টি প্রকল্পের সুবিধা পাওয়া যায়।
এবার থেকে ‘আমার দিশা’ প্রকল্পেরও আবেদন করা যাবে এই ক্যাম্প থেকে। আগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। তাই যদি কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের পরামর্শ নিতে চান, তাহলে অবশ্যই নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করুন।
এই প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে ‘আমার কর্মদিশা’ অ্যাপটি ডাউনলোড করুন কিংবা ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারেন। ক্লিক করুন https://amarkarmadisha.wb.gov.in/ লিঙ্কে।