Free Smartphone বা বিনামূল্যে মোবাইল ফোন দেওয়া হবে বলে সরকারের তরফে এক দারুণ ঘোষণা করা হল। সরকার ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারন মানুষদের জন্য নানা হিতকর প্রকল্প নিয়ে এসেছে। কেন্দ্র সরকারের সাথে সাথে একাধিক রাজ্য সরকার এমন অনেক প্রকল্প নিয়ে এসেছে যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে উপকৃত হচ্ছে।এবার দেশের একটি রাজ্য এমন একটি প্রকল্প (Government Scheme) সামনে আনতে চলেছে যা আপনি শুনলে খুশি হয়ে যাবেন।
গত কিছু বছর ধরেই বেকার যুবক-যুবতীদের পাশাপাশি পড়ুয়াদের জন্য একাধিক জনহিতকার প্রকল্প নিয়ে এসেছে সরকার। কেন্দ্রীয় সরকারের (Government of India) সাথে সাথে একাধিক রাজ্য সরকার ও এমন অনেক প্রকল্প নিয়ে এসেছে যাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ে উপকৃত হন।
রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী যোজনা :
পশ্চিমবঙ্গে (West Bengal) মেয়েদের উদ্দেশ্যে বাস্তবায়িত করা হয়েছে একাধিক প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে ‘কন্যাশ্রী প্রকল্প‘ (Kanyashree Prakalpa) কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে বাস্তবায়িত করা হয়েছে “লাডলী বেটি” (Ladli Beti) প্রকল্প উত্তরপ্রদেশের সরকারের (Uttar Pradesh Government) অধীনে ‘সুমঙ্গল যোজনা‘ (Sumangal scheme) মত একাধিক জনকল্যাণমুখী প্রকল্প।
আরও পড়ুন : আধার কার্ড নিয়ে চরম হুঁশিয়ারি! ঘুম উড়বে সকলের! এই কাজ করলেই জরিমানা ৫০০০০
এবার পাওয়া যাবে Free Smartphone :
এতদিন কিন্তু ছেলেদের জন্যে এমন কোনো কল্যানমুখী প্রকল্প চালু হয়নি এখনো পর্যন্ত। তবে এবার উত্তরপ্রদেশ সরকার ছেলেদের কথা ভেবে তাদের জন্যে একটি প্রকল্প নিয়ে আসতে চলেছে (Free Smartphone). উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানান হয়েছে “স্বামী বিবেকানন্দ শক্তিকরণ” নাম একটি প্রকল্প আনতে চলেছে সরকার। এই প্রকল্পটি কেবল ছেলেদের জন্যেই। চলুন এই প্রকল্পটির ব্যাপারে জেনে নিন। এখন বর্তমান সময়তে স্মার্টফোন প্রত্যেকটি মানুষদের কাছে থাকা খুব জরুরী। কারন এখন বেশিরভাগ কাজ এই Free Smartphone মাধ্যমেই হয়ে থাকে। ব্যাঙ্কিং কাজ থেকে শুরু করে পড়াশোনা।
কোন প্রকল্পে পাওয়া যাবে Free Smartphone ?
কোথাও ঘুরতে যাবেন তার জন্যে হোটেল বুকিং এসব কাজ হয়ে থাকে। ফোন আসার ফলে মানুষদের জীবন আরও সহজ হয়ে গিয়েছে। কিন্তু এমন অনেক ছেলেমেয়ে আছে যারা টাকা পয়সার অভবে Free Smartphone কিনতে পারছেন না। ফলে তারা পিছিয়ে পড়ছে। এজন্য UP সরকার তরুণদের ফ্রি তে ফোন দেবে বকে জানিয়েছে। তার জন্য স্বামী বিবেকানন্দ শক্তিকরণ (Swami Vivekananda Shaktikaran) প্রকল্প এর মাধ্যমে তরুণদের হাতে ফোন তুলে দেবে সরকার।
কতদিনের মধ্যে হাতে আসবে Free Smartphone ?
UP সরকার জানিয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার তরুণদের হাতে দেওয়া হবে অত্যাধুনিক স্মার্টফোন (Free Smartphone). ইতিমধ্যে চারটি ফোন সংস্থার কাছে স্মার্টফোন তৈরির অর্ডার দিয়েছে সরকার। 2024 সালে ফেব্রুয়ারি মাসে UP সরকারের হাতে 12,35,267 টি স্মার্টফোন তুলে দেবে চারটি সংস্থা। আর এই সব ফোন গুলো UP সরকার মার্চ মাসে “স্বামী বিবেকানন্দ শক্তিকরণ” প্রকল্পের আওতায় থাকা তরুনদের হাতে তুলে দেবে। এই যোজনার বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন https://govtschemes.in/swami-vivekanand-youth-empowerment-scheme#gsc.tab=0 লিঙ্কে।