রূপশ্রী প্রকল্পে (Rupashree Scheme) চটজলদি পরিষেবায় ইতাস গড়ল রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গত কয়েক বছরে নতুন নতুন পঞ্চাশের কাছাকাছি জনকল্যাণমুখী প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে। এইসব প্রকল্প রাজ্যের বাসিন্দাদের জন্য। কোন প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের বাসিন্দাদের নগদ টাকা দেওয়া হয়, আবার কোন প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের বাসিন্দাদের স্বাস্থ্যের দেখভাল করা হয়। আবার কোন কোন প্রকল্প রাজ্যের বাসিন্দাদের জীবন জীবিকা নির্বাহের জন্য পথ দেখিয়ে থাকে। তবে এই সমস্ত প্রকল্পের মধ্যে এবার একটি প্রকল্পে নজির গড়ল মমতা সরকার (Mamata Government)।
কী এই Rupashree Scheme?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যে সকল প্রকল্প চালু করা হয়েছে, সেইসব প্রকল্পের মধ্যে একটি প্রকল্প রয়েছে, যার নাম রূপশ্রী প্রকল্প (Rupashree Scheme)। এই প্রকল্পের মধ্য দিয়ে আর্থিকভাবে পিছিয়ে থাকার রাজ্যের বাসিন্দাদের মেয়েদের বিয়ের খরচের টাকা দেওয়া হয়। মেয়েদের বিয়ের আগে বিয়ের কার্ড দেখিয়ে আবেদন করা যায় এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এককালীন ২৫০০০ টাকা আর্থিক সাহায্য পাওয়া যায়।
ইতিহাস গড়ল Rupashree Scheme :
আবেদন করার কয়েক ঘন্টার মধ্যেই প্রাপ্য টাকা পাওয়ার এমন ঘটনাটি ঘটেছে গত সোমবার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা এলাকায়। গত সোমবার ওই এলাকার সামিরা খাতুন নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেন। আবেদনের দিন অর্থাৎ সোমবারই ছিল তার বিয়ে। আবেদনের দিনই বিয়ে, বিষয়টি প্রশাসনের নজরে আসতেই তারা তড়িঘড়ি আবেদনের কাগজপত্র স্ক্রুটিনি করে দেখে নেন।
কাগজপত্র সব ঠিকঠাক দেখে নেওয়ার পর ওই দিন বিয়ের আগেই প্রকল্পের চেক নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত হন ওই আবেদনকারীর বাড়িতে। সেখানেই তার হাতে ২৫ হাজার টাকার আবেদনের চেক তুলে দেওয়া হয়। সকালে আবেদন রাতে টাকা, এমন নজির এর আগে কোনদিন এই প্রকল্পে দেখা যায়নি বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। স্বাভাবিকভাবেই আবেদনকারীরা যেমন খুশি ঠিক সেইরকমই প্রশাসনিক আধিকারিকরাও সঠিক সময়ে উপভোক্তার হাতে টাকা তুলে দিতে পেরেও খুশি।
আরও পড়ুন : এবার চাকরি পাবে সবাই! দিশা দেখাচ্ছে আমার কর্মদিশা প্রকল্প! কীভাবে আবেদন করবেন?
Rupashree Scheme-এ অনলাইনে আবেদন করার পদ্ধতি :
১) প্রথমেই যেতে হবে নারী ও শিশু কল্যাণ এবং সুরক্ষা মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে। তার জন্য গুগলে ডেভেলপমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার লিখলেই চলে আসবে সহজে।
২) অথবা চাইলে সরাসরি নীচের লিঙ্কে ক্লিক করতে পারেন-
৩) সেই লিঙ্কে ঢুকলে প্রথমেই আসবে হোম পেজ।
৪) ওপরে মেনু বারে আছে অনেক অপশন।
৫) মেনু বারে সাধারণ আট নম্বর অপশনটি হল ফর্ম। সেখানে ক্লিক করতে হবে।
৬) ফর্মে ক্লিক করলে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র দেখা যায়।
৭) সেখানে থেকে বেছে নিতে হবে’ অ্যাপ্লিকেশন ফর্ম অফ রূপশ্রী প্রকল্প’।
৭) এ বার ক্লিক করতে হবে ‘ওপেন নাও’ অপশনে।
8) তাহলেই চলে আসবে রূপশ্রীর মূল ফর্ম। এই আবেদনের ফর্ম আসে পিডিএফ ফরম্যাটে। আবেদন করার জন্য এই ফর্মটিই প্রিন্ট নিতে হবে।
Rupashree Scheme-র হেল্প ডেস্ক :
এ ছাড়াও আছে ‘রূপশ্রী’ প্রকল্পে মানুষকে সাহায্য করার জন্য ‘রূপশ্রী’ হেল্প ডেস্ক। ফর্ম ফিল আপ করতে গিয়ে যা যা সমস্যা হচ্ছে এবং আবেদনপত্র জমা দেওয়ার পরে তার স্টেটাস জানতে সাহায্য করবে সেই হেল্প ডেস্ক।