উজ্জ্বলা যোজনায় (Ujjwala Yojana) আরও সস্তা হল LPG সিলিন্ডার। দুর্গাপুজোর আগেই কমেছিল দাম। সেই থেকে মাত্র ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে LPG সিলিন্ডার। এই সুবিধা আগামী দিনেও বজায় থাকবে বলে সংসদের শীতকালীন অধিবেশনে ঘোষণা করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। জানেন কী এত সস্তায় কারা পাচ্ছে রান্নার গ্যাস?
সাধারণ মানুষের জন্য স্বস্তি ! কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্তেই কমেছে গ্যাস সিলিন্ডারের দাম (Gas Cylinder Price)। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা পাবেন সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ছাড়। জানেন কী এই PM Ujjwala Yojana ? কারা পেতে পারেন মোদি সরকারের এই সুবিধা, সেই ক্ষেত্রে কী নতি দেখাতে হবে আপনাকে ?
কী এই Ujjwala Yojana ?
উজ্জ্বলা প্রকল্পের (Ujjwala Yojana) আওতায় সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা’ চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে।
কারা পাবেন না এই Ujjwala Yojana-র সুবিধা ?
এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না।
দুর্গাপুজোর আগে থেকেই মাত্র ৬০০ টাকায় ১৪.২ কেজির LPG Cylinder পাচ্ছেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। কেন্দ্রীয় সরকার আগেই রান্নার গ্যাস সিলিন্ডারে দাম ২০০ টাকা কমানোর কথা ঘোষণা করেছিল। যে সুবিধা সকলেই পাচ্ছেন। বর্তমানে ৯০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে রান্নার গ্যাস।
তবে রাজ্য ভেদে তার দাম কিছুটা ভিন্ন হয়ে থাকে। যেমন পশ্চিমবঙ্গে সাধারণ গ্রাহকরা এই মুহূর্তে ৯২৯ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার কিনছেন। তার মাসখানে পর উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য আরও ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে সরকার। এর ফলে উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) এলপিজি সিলিন্ডারের দাম ৬০০ টাকায় নেমে আসে। বর্তমানে বাংলার উজ্জ্বলা যোজনার গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডার কিনছেন ৬২৯ টাকা।
আরও পড়ুন : আবেদন করার ১০ ঘন্টার মধ্যেই হাতে ২৫০০০ টাকার চেক! কামাল দেখাচ্ছে এই প্রকল্প! আবেদন করেছেন তো?
৩১ ডিসেম্বরের মধ্যে করে ফেলুন বায়োমেট্রিক আপডেট ?
দেশের দরিদ্র পরিবারের মহিলাদের স্বাস্থ্যের কথা এবং পরিবেশে কার্বন নির্গমন কমানোর কথা ভেবে ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana)। সেই প্রকল্পের অধীনে ভর্তুকিতে গরিব পরিবারের মহিলাদের রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেট করতে হবে। না হলে রান্না গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাওয়া বন্ধ হয়ে যাবে।
সংসদের বিবৃতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীর সংখ্যা ৩৩ কোটি। তার মধ্যে ১০ কোটি উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) গ্রাহক। অর্থাৎ দেশের এলপিজি ব্যবহারকারীদের প্রায় এক-তৃতীয়াংশই কেন্দ্রীয় সরকারের থেকে অতিরিক্ত ভর্তুকিতে ৬০০ টাকার আশেপাশের দামে গ্যাস সিলিন্ডার কিনছেন। মন্ত্রী হরদীপ সিং পুরি আরও জানিয়েছেন, আগামী তিন বছরে আরও ৭৫ লক্ষ মানুষকে উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ দেওয়া হবে।
উজ্জ্বলা যোজনার ভর্তুকির টাকা পেতে আবেদন করবেন কীভাবে ?
(1) উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করার জন্য www.pmuy.gov.in-এই লিঙ্কে ক্লিক করুন।
(2) সেখানে Apply for PMUY Connection অপশনে ক্লিক করুন।
(3) এবার যে সংস্থার থেকে পরিষেবা নিতে চান তার নাম প্রথমে নির্বাচন করুন। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করুন।
(4) আপনি যদি যোগ্য হন, তবে কিছুদিনের মধ্যেই উজ্জ্বলা যোজনায় আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে।
মাথায় রাখবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও কিন্তু ৯০০ টাকা দাম দিয়েই গ্যাস সিলিন্ডার তুলতে হয়। পরে কেন্দ্র তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির ৩০০ টাকা পাঠিয়ে দেন।