জনসাধারণের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। শিক্ষা ক্ষেত্র থেকে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন স্তরের মানুষের জন্যই কোনো না কোনো স্কিম রয়েছে। এমনকি মৎসজীবি বা জেলেদের জন্যও রয়েছে সমুদ্র সাথী প্রকল্প (Samudra Sathi Scheme 2024)। আজকের প্রতিবেদনে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন তার সম্পর্কে জানানো হল।
যে সমস্ত মানুষেরা জীবিকার জন্য মাছ ধরেন তাদের অনেক সময় মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই তাদের কথাই চিন্তা করেই এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের খাতে ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে সরকারের তরফ থেকে। কত টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে? কিভাবে ও কোথায় আবেদন করতে হবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।
প্রকল্পের নাম | সমুদ্র সাথী প্রকল্প ২০২৪ |
ঘোষণা | অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য |
প্রদানকারী সংস্থা | পশ্চিমবঙ্গ সরকার |
বরাদ্দকৃত মোট অর্থ | ২০০ কোটি টাকা |
মোট প্রদেয় অর্থ | ১০,০০০ টাকা |
প্রতিমাসে প্রদেয় অর্থ | ৫,০০০ টাকা |
মোট উপভোক্তা সংখ্যা | প্রায় ২ লক্ষ |
অফিসিয়াল ওয়েবসাইট | wbfisheries.wb.gov.in |
সমুদ্র সাথী প্রকল্পের উদ্দেশ্য
উপকূলবর্তী অঞ্চলে বহু মানুষ মাছ ধরার মাধ্যমেই নিজেদের জীবিকা নির্বাহ করেন। তবে ঝড় ঝঞ্ঝার সময় সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলে তাদের কাজ না হওয়ার দরুন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হয়।
সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা
এই প্রকল্পে আবেদন করলে মাসে ৫০০০ টাকা করে দুইমাসে মোট ১০,০০০ টাকা দেওয়া হবে। যারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে। তবে খেয়াল রাখতে হবে আবেদনকারী যেন মৎসজীবি হন।
Samudra Sathi Scheme এ আবেদনের জন্য যোগ্যতা
চাইলেই যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। যদি আপনি আবেদন করতে চান তাহলে বিশেষ কিছু যোগ্যতা রয়েছে, সেগুলি নিচে জানানো হলঃ
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আবেদনকারীকে সরকারের কাছে নিবন্ধিত মৎসজীবি হতে হবে
- এই প্রকল্পে শুধু পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার মৎসজীবীরাই আবেদন করতে পারবে।
কিভাবে সমুদ্র সাথীর জন্য আবেদন করতে হবে?
- আপনি যদি এই স্কীমে আবেদন করতে চান তাহলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
- সাইটে যাওয়ার পর সেখানে “APPLY NOW” বাটনে ক্লিক করুন।
- এবার একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। সেখানে নাম, ঠিকানাসহ যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে তা দিয়ে ফিলআপ করুন।
- সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে যে ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে সেগুলোর স্ক্যান কপি আপলোড করে দিতে হবে।
- এবার সবটা একবার শুরু থেকে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পূর্ণ হবে।
- তবে ফর্ম সাবমিট করার পর স্ক্রিনে যে তথ্য আসবে সেটা স্ক্রিনশট মেরে সেভ করে প্রিন্টআউট করে রেখে দিতে হবে।
অবদানের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস
- আঁধার কার্ড
- স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র
- মৎসজীবি নিবন্ধনের প্রমাণ
- একটি চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজ ছবি
বর্তমানে এই প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে। তাই আপনি যদি মৎসজীবি হন ও এখনো অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আবেদন করে নিতে পারেন।