Work From Home Part Time Online Job : বর্তমান সময়ে যেখানে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, সেখানে চাকরির (Job) বাজারেও মন্দা লেগে রয়েছে। সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে অনেকেই শেষ মুহূর্তে হতাশ হয়ে পড়ছেন। এছাড়াও, চাকরি দুর্নীতির ঘটনা নিয়মিতই খবরের শিরোনামে উঠে আসছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেকারদের জন্য এক নতুন উদ্যোগ নিতে চলেছে, যা বাড়িতে বসেই (Work From Home) মোটা টাকা উপার্জনের সুযোগ এনে দেবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিন।
বাড়িতে বসে Work From Home করেই লাখ টাকা আয়!
যেমনটা জানা যাচ্ছে, সরকার অনুমোদিত এই কাজটি সম্পূর্ণ অনলাইনে করা যাবে। অর্থাৎ, কোথাও না গিয়ে বাড়িতে বসেই এই কাজ (Work From Home) করতে পারবেন যে কেউ। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত Flexibench ওয়েবসাইটে কাজ করে প্রতিদিন ২০০০-২৫০০ টাকা রোজগার করা সম্ভব! তাই চাকরিজীবী থেকে কলেজ পড়ুয়া, এমনকি গৃহবধূরাও অতিরিক্ত আয় বা সাইড ইনকামের জন্য পার্টটাইম হিসেবে এই কাজ করতে পারেন।
সরকার অনুমোদিত অনলাইন কাজ (Online Work From Home Job)
ভারত সরকারের অনুমোদিত কোম্পানি ‘Flexibench’-এর ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি প্রোফাইল তৈরি করতে হবে। এর জন্য নিজের নাম, ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। প্রোফাইল তৈরি করার পর এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাওয়া যাবে। ‘All Tasks’ অপশনে গিয়ে বিভিন্ন অনুবাদের কাজ দেখতে পাবেন।
আরও পড়ুনঃ বুড়োবয়সেও প্রতিমাসে পাবেন ৫০,০০০ টাকা! কিভাবে? ঝটপট জেনে নিন
আপনি যে ভাষায় দক্ষ সেই ভাষায় অনুবাদ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি বাংলা এবং ইংরেজিতে দক্ষ হন, তাহলে আপনাকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে। তবে এছাড়াও আরও অনেক ধরণের কাজ থাকে সেগুলো দেখে নিজে আপনি নিজের পছন্দ মত কাজ বেছে নিতে পারবেন।
এক্ষেত্রে মনে রাখতে হবে কাজ শুরু করার আগে আবেদনকারীর একটি ছোট পরীক্ষা বা অ্যাসেসমেন্ট টেস্ট হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আপনাকে ওই কাজে নিযুক্ত করা হবে। এই কাজের জন্য কোনো আবেদন ফি লাগবে না, অর্থাৎ রেজিস্ট্রেশন বিনামূল্যে করা যাবে। কাজ সম্পূর্ণ হওয়ার পর পেমেন্ট আবেদনকারীর নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।