বর্তমানে শহর হোক বা গ্রাম প্রতিটা বাড়িতেই রান্নার জন্য LPG Gas Cylinder ব্যবহার করা হয়। একসময় মাত্র ৪৫০ টাকার বিনিময়েই পাওয়া যেত গ্যাস সিলিন্ডার। কিন্তু বর্তমানে একটা রান্নার গ্যাস কিনতে হচ্ছে ৮৩২ টাকায়। তবে এবার সুখবর মিলল সাধারণ মানুষের জন্য। ৫০০ টাকারও কমে পেতে পারেন গ্যাস। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।
আসলে প্রতিমাসের শুরুতেই বেশ কিছু জিনিসের দামের পরিবর্তন হয়। এরমধ্যে গ্যাস সিলিন্ডারের দাম অন্যতম একটি। মাসের শুরুতেই সে মাসের জন্য গ্যাসের দাম ফিক্স করে দেওয়া হয়। এমাসে অর্থাৎ জুলাই মাসে সেট ৮৩২ টাকা করা হয়েছে। তবে এবার ৩০০ টাকা ভর্তুকি ঘোষণা দিচ্ছে। আজকের প্রতিবেদনে দেখে নেব কিভাবে এই ভর্তুকি পেতে পারেন আপনিও।
মাত্র ৫০০ টাকায় LPG GAS Cylinder
দেশের প্রতিটা বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য তথা কেন্দ্র সরকার। তবে বর্তমানে সবচেয়ে সফল একটি প্রকল্প হল ‘প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা’ (Pradhan Mantri Ujjwala Yojana)। যার দৌলতে খুবই কম খরচে নতুন কানেকশন নেওয়া যায়। একইসাথে সাধারণ দামের থেকে অনেকটাই বেশি ৩০০ টাকা ভর্তুকি পাওয়া যায়।
আপনি যদি একজন উজ্জ্বলা যোজনার গ্রাহক হন তাহলে প্রথমে আপনাকে গ্যাস বুকিং করে ৮৩২ টাকাই দিতে হবে। কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০ টাকা ভর্তুকি হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। যার ফলে গ্যাসের দাম হয়ে দাঁড়াবে মাত্র ৫৩২ টাকা।
আরও পড়ুনঃ নতুন প্রকল্পে ১০,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, ঝটপট এভাবে করুন আবেদন
ইতিমধ্যেই বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে লোকসভা ভোটে জেতার পর আবারও উজ্জ্বল যোজনায় নাম নথিভুক্ত করণের কাজ শুরু হয়েছে। তাই যারা যারা এখনো আবেদন করেননি, তারা আবেদন করে ফেলতে পারেন। নিচে আবেদন পদ্ধতি দেওয়া হলঃ
কিভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় আবেদন করা যাবে?
- উজ্জ্বল প্রকল্পে আবেদনের জন্য পপ্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট (https://www.pmuy.gov.in/ujjwala2.html) এ চলে যেতে হবে।
- সেখান থেকে “Click Here to Apply for PM Ujjwala 2.0” এর ক্লিক হেয়ার এ চাপ দিন।
- তারপর আপনার পছন্দমত গ্যাস সরবরাহকারী কোম্পানির নাম বেছে নিন।
- এবার যে কোম্পানি সিলেক্ট করেছেন সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর নতুন ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে।
- তবে রেজিস্ট্রেশনের সময় উজ্জ্বল ২.০ যোজনা সিলেক্ট করে রাখবেন অবশ্যই।
- রেজিস্ট্রেশনের পর সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করে সাবমিট করে দিলেই আবেদন পক্রিয়া সম্পন্ন। তবে এক্ষেত্রে কিছু ডকুমেন্টস আপলোড করতে হতে পারে।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
- আঁধার কার্ড
- প্যান কার্ড
- আয়ের শংসাপত্র
- স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র
- একটু চালু মোবাইল নাম্বার
- একটি চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট