বর্তমান সময়ে দাঁড়িয়ে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাওয়াও বেশ কঠিন। সরকারি চাকরি তো দুরস্ত, বেসরকারি চাকরি পেতে গিয়েও ঘাম ছুটছে হাজারো যুবক যুবতীদের। তবে এই সমস্যার সমাধান রয়েছে আমাদের হাতেই। আধুনিকতার যুগে মানুষ নানা ধরণের ব্যবসা (Business) শুরু করছে, যা দিয়ে ধীরে ধীরে বেশ ভালো আয়ের পথ খুলে যাচ্ছে। আজ আপনাদের জন্য এমনই ৫টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Business Idea) নিয়ে হাজির হয়েছি আমরা।
ব্যবসা মানেই অনেকে মনে করেন অনেক টাকা পুঁজি লাগবে। একটা আলাদা করে জায়গা লাগবে। কিন্তু সবক্ষেত্রে কিন্তু তেমনটা নয়, এমনও কিছু ব্যবসা রয়েছে যা কম পুঁজিতেই শুরু করে দেওয়া যায়। তাই আপনিও নিচে দেওয়া ব্যবসার আইডিয়া থেকে আপনার কেরিয়ার শুরু করতেই পারেন।
১. ভেষজ উদ্ভিদ চাষের ব্যবসা (Medicinal Plant Business) : যে সমস্ত যুবক যুবতীরা গ্রাম্য পরিবেশে থাকেন, বা যাদের বাড়িতে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে তারা অনায়াসেই এই ব্যবসা শুরু করতে পারেন। নার্সারি থেকে চারাগাছ কিনে এনে একটু যত্ন করলেই ভেষজ উদ্ভিদ চাষ করা সম্ভব। যা পতঞ্জলি বা লোকাল দোকানের মাধ্যমে বিক্রি করে ভালো অঙ্কের টাকা কামানো যায়।
আরও পড়ুনঃ পুলিশে স্থায়ী চাকরি পাবে সিভিক ভলেন্টিয়ারেরা, বড় প্রস্তাব রাজ্য সরকারের
২. মশলা তৈরির ব্যবসা (Masala Making Business) : বাঙালি বাড়িতে রান্না মানেই মশলা মাস্ট। সকাল থেকে রাতের খাবার সবেতেই মশলা ব্যবহার করা হয়। তাই চাইলে নিত্যপ্রয়োজনীয় মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ইত্যাদির ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য আপনাকে মশলা গুঁড়ো করার মেশিন কিনতে হবে। সেটা চালানো ও মশলা প্যাকিংয়ের জন্য কিছুটা জায়গাও প্রয়োজন। এরপর প্যাকিং করে দোকানে দোকানে বিক্রি করতেই পারলেই টাকা ইনকাম শুরু।
৩. টাকা তোলা-জমা ও পাঠানোর ব্যবসা (Money Transfer & AEPS Business) : আজকাল ব্যাঙ্কের ভিড় এড়াতে অনেকেই লোকাল ছোট দোকানে আঁধার কার্ডের সাহায্যে টাকা জমা-তোলা থেকে পাঠানো করেন। চাইলে এই ব্যবসাও শুরু করতে পারেন। সমস্ত ধরণের সার্ভিস দেওয়ার জন্য নির্ধারিত কমিশন পাবেন। আগামী দিনে যত লোকে জানবে ব্যবসা বাড়বে সাথে আয়ও বাড়বে।
আরও পড়ুনঃ বিজয়া শেষে আবার গোটা বছর অপেক্ষা, রইল ২০২৪ সালের দুর্গাপুজোর তারিখ, দিন সহ নির্ঘন্ট
৪. ভ্রমণ এজেন্ট (Travel Agent) : ঘুরতে যেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সঠিক প্ল্যানিং এর অভাবে অনেকেই ঘুরতে যেতে পারেন না। তাই যদি আপনি হোটেল বুকিং থেকে ঘোরার সমস্ত প্ল্যানিং করতে পারেন তাহলে ট্রাভেল এজেন্ট হলেও ভালোটাকা ইনকাম করতেই পারেন।
৫. অনলাইনে কেনাবেচা (Online Reselling Business) : আজকাল ডিজিটাল মাধ্যমে ব্যবসা ব্যাপক প্রসার পেয়েছে। সবথেকে বড় সুবিধা হল আপনাকে কোনো জিনিসপত্র স্টোর করতে হয় না শুধুমাত্র মিডিলমান হিসাবে রিসেলিং করতে পারলেও কাজ হয়ে যায়। বিশেষ করে উৎসবের মরশুমে বিভিন্ন আইটেম সেল করতে পারলে মোটা টাকা ইনকাম করতে পারা যায়।