নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)জানিয়েছেন কোনও সিভিক ভলান্টিয়ার ভাল কাজ করলে তিনি স্থায়ী চাকরির সুযোগ পাবেন। পুজোর আগে এই সুখবর শুনে স্বাভাবিকভাবেই খুশির আমেজ ফুটে উঠেছে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) মুখে।
এর আগেও সিভিক ভলেন্টিয়ারদের জন্য বোনাসের (Bonus) ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানিয়েছিলেন যে, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্যান্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সমান বোনাস দেওয়া হবে।
এবার আবার রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলান্টিয়াররা যে সংরক্ষণের সুবিধা পান, সেটা বাড়ানোর প্রস্তাব গেল নবান্নে। যে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হতে পারে। সেইসঙ্গে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব গিয়েছে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ ষষ্ঠীর আগেই সুখবর দিল রেল, পুজোর ভিড় সামলাতে চলবে ১৮ পুজো স্পেশাল লোকাল! রইল টাইমটেবিল
পাশাপাশি, এই প্রসঙ্গে রাজ্য পুলিশের এক উচ্চ অধিকরিক জানিয়েছেন যে, বর্তমান সময়ে সংরক্ষণের পরিমাণ ১০ শতাংশ রয়েছে। তবে, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে এটি আগামীদিনে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও নতুন নিয়ম আসতে পারে।
সেক্ষেত্রে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার বিষয়েও বিবেচনা করা হতে পারে। এমতাবস্থায়, ওয়াকিবহাল মহলের মতে, এভাবে বয়সসীমা এবং সংরক্ষণের পরিমাণ বৃদ্ধি পেলে সিভিক ভলেন্টিয়ারদের অনেকেই পুলিশে পাকা চাকরি হাসিল করতে পারেন।