সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) তথা কলকাতা পুলিশে (Kolkata Police) নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেমনটা জানা যাচ্ছে সাব-ইন্সপেক্টর (S.I) ও সার্জেন্ট পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশে S.I ও কলকাতা পুলিশে সার্জেন্ট নিয়োগ করা হবে। গত ২৭শে অগাস্ট থেকেই এই পদের জন্য আবেদনের পক্রিয়া চালু হয়ে গিয়েছে। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো।
পুলিশে চাকরি অনেকেরই স্বপ্ন থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী হল পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ হওয়ার স্বপ্ন দেখে অনেক পড়ুয়ারাই। এবার সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর মিলল। পুজোর আগেই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আবেদনের জন্য যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও সময়সীমা।
মোট শূন্যপদের বিবরণঃ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬৫ জন সব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে। এছাড়া ৪টি সার্জেন্ট পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ পুজোর আগেই প্রচুর সিভিক ভলিন্টিয়ার নিয়োগ, বেতন ১৫০০০, জানুন কিভাবে করবেন আবেদন
আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাঃ SI বা সার্জেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলা লিখতে, পড়তে ও কথা বলতে সক্ষম হতে হবে।
আবেদনের জন্য বয়সঃ পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর বা কলকাতা পুলিশের সার্জেন্ট পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে প্রার্থীর বয়স ২০-২৭ বছরের মধ্যে হতে হবে। তবে SC ও ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ছাড় ও OBC প্রার্থীদের ক্ষেত্রে জন্য ৩ বছরের ছাড় থাকবে।
আবেদনের প্রক্রিয়াঃ পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশে আবেদন করতে চাইলে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।
- এর জন্য প্রথমে wbpolice.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে সব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগের অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে।
- তারপর প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।
ফর্ম ফিলাপের জন্য ২৫০ টাকা করে চার্জ লাগবে। তবে SC, ST ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফিতে কিছু ছাড় দেওয়া হয়েছে। এই আবেদন পক্রিয়া আগামী ২১ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।