ঘুরতে যেতে ভালোবসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। বিশেষ করে লম্বা ছুটি থাকলে মন এমনিই ঘুরু ঘুরু করার জন্য টানতে থাকে। সামনেই দুর্গাপুজো, একটানা চার দিন ছুটি মেলে। এই ছুটিতে কেউ যেমন ঠাকুর দেখা, প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত থাকে, তেমনি কিছু মানুষ ঘুরতে যেতেই পছন্দ করেন। কিন্তু সমস্যা হল পুজোর সময় পিক সিজেন হয়ে অনেক সময়েই টিকিট পাওয়া দায় হয়ে পরে।
ঘুরতে যাওয়ার জন্য বাস, ট্রেন থেকে শুরু করে প্লেন অনেক উপায়ই রয়েছে। তবে সস্তায় যাতায়াত ও আরামদায়ক যাত্রার জন্য ট্রেনকে বেশিরভাগ মানুষ বেছে নেন। সাধারণত পুজোর সময় ঘুরতে যাওয়ার জন্য অনেক আগে থেকেই টিকিট কেটে রাখতে হয়। কিন্তু আপনার যদি হটাৎ করে প্ল্যান হয় তাহলে? সেক্ষেত্রে টিকিট পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে চিন্তা নেই আজ আপনাদের সমাধান নিয়ে হাজির হয়েছি এই প্রতিবেদনে।
ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের জন্য মূলত IRCTC ওয়েবসাইট ব্যবহার করেন। শেষ মুহূর্তে টিকিট কাটতে হলে ততকাল ব্যবহার করেন। কিন্তু মুশকিল হল পুরি, দার্জিলিং এর মত জায়গা যেখানে সবচাইতে বেশি পর্যটক যায় সেখানে টিকিট শেষ মুহূর্তে ওয়েটিং লিস্টে থাকলে কনফার্ম হওয়া বেশ মুশকিল। এদিকে কনফার্ম না হলে টাকাও জলে যায়।
এক্ষেত্রে যাত্রীদের জন্য মাঝে মধ্যেই বিশেষ ট্রেনের আয়োজন করা হয়। তাই আপনিও শেষ মুহূর্তে বুকিং করতে গেলে একবার অবশ্যই চেক করুন নতুন কোনো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কি না। এছাড়াও আরও একটি জিনিস ট্রাই করতে পারেন। সেটা হল ConfirmTKT APP, এই অ্যাপের মাধ্যমে IRCTC এর দ্বারাই কনফার্ম টিকিট পাওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে কিছুটা চার্জ বেশি দিতে হয়। অবশ্য চাইলে টাকা রিফান্ড গ্যারেন্টি অপশনে ক্লিক করলে টিকিট বুক না হলে টাকা ফেরতও পাওয় যায়।