পশ্চিমবঙ্গ সরকারের (WB Government) তরফ থেকে নানা প্রকল্প চালু করা হয়েছে রাজ্যবাসীদের জন্য। এরমধ্যে কিছু প্রকল্প যেমন আর্থিক সুবিধা প্রদান করে তেমনি কিছু প্রকল্প স্বাবলম্বী করতে সাহায্য করে। আর এবার রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিন দিন চাকরির বাজার খারাপ হয়েই চলেছে, একটা ভালো কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। এরফলে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন। কিন্তু ব্যবসা করার জন্য পুঁজি পাবেন কথা থেকে? এবার এই সমস্যার সমাধান করে দিল পশ্চিমবঙ্গ সরকার।
হ্যাঁ ঠিকই দেখছেন এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। যাতে তাঁরা নিজেদের ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়াতে পারে। কিভাবে আবেদন করতে হবে? কি কি লাগবে আবেদন করার জন্য? এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।
আরও পড়ুনঃ নভেম্বরেই দিতে হবে Life Certificate, পদ্ধতি আরও সহজ করে দিল সরকার
WBBCCS Loan Apply Process by West Bengal Govt Scheme
সম্প্রতিকালে সরকারি এক বিজ্ঞাপনে জানানো হয়েছে রাজ্যের ২ লক্ষ্য বেকারদের ৫ লক্ষ্য টাকা পর্যন্ত দেওয়া হবে। এর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। তবে বয়সের সীমা থাকছে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প (Bhabishyat Credit Card Scheme by West Bengal Government)
বিগত ১লা এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের কথা ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতী থেকে বয়স্করাও ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে। তবে এই টাকা পাওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।
এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে অন্ততপক্ষে ১০ বছর পশ্চিমবঙ্গের বাসিনটা হতে হবে। আপনার বয়স ১৮-৫৫ বছরের মধ্যে হতে হবে। এই বিশেষ ক্রেডিট কার্ডে আবেদনের জন্য নিজ এলাকার SD Office, BDO Office বা জেলার শিল্পকেন্দ্রে যোগাযোগ করতে হবে।
আপনি চাইলে অফলাইন বা অনলাইন দুইভাবেই আবেদন করতে পারেন। অফলাইনের জন্য উপরে উল্লিখিত জায়গায় যেতে হবে। অনলাইনে আবেদন করতে হলে www.bccs.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই প্রকল্পে আবেদন করলে ২৫০০০ টাকা সহ মোট ৫ লক্ষ টাকা দেওয়া হবে। যার ১০% এর গ্যারেন্টি নেবে রাজ্য সরকার। এছাড়া বাকি ৮৫% গ্যারেন্টি দেবেন Trust Fund for MSEs (CGTMSE)।
Bhabishyat Credit Card Online Apply পদ্ধতিঃ
ভবিষ্যত ক্রেডিট কার্ডে আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? নিচে সেই পদ্ধতি দেওয়া রইলো।
- প্রথমেই আপনাকে www.bccs.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর আপনাকে ‘Click Here to Register’ বাটনে ক্লিক করে নিজের নাম, Email Id ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে।
- এরপর যে ফরমটি খুলবে সেখানে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে দিতে হবে। সাথে যে ব্যবসা শুরু করতে চাইছেন তার খরচ সহ বিস্তারিত জানাতে হবে।
- আবেদনকারীকে নিকটবর্তী Co-Operative Bank এর নাম ও ঠিকানা দিয়ে আবেদন করতে হবে।
** চাইলে আপনি দুয়ারের সরকারের ক্যাম্পের মাধ্যমেও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।