গরিব তথা মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যার ফলে উপকৃত হয়েছে লক্ষ লক্ষ পড়ুয়ারা, যাদের হয়তো আর্থিক সাহায্য না পেলে উচ্চ শিক্ষার পথে বাধা আসতে পারতো। রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত স্কলারশিপ দেওয়া হয় তা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে কলেজে পড়ার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। এমনই একটি স্কলারশিপ হলেও স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship)।
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship)
আমাদের রাজ্য আজও এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আর্থিক অভাবের কারণে উচ্চশিক্ষা পেতে পারে না। সেই সমস্ত পড়ুয়াদের পড়াশোনা যাতে না আটকে যায় তার জন্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) চালু করা হয়েছে। যার মাধ্যমে ১২০০০ টাকা থেকে ৬০০০০ টাকা পর্যন্ত আর্থিক বৃত্তি পাওয়া যেতে পারে। এই স্কলারশিপ দুটি ভাগে বিভক্ত, যার একটি প্রথমবার আবেদন ও দ্বিতীয়টি হল পুনর্নবীকরণ। বর্তমানে এই দুই ক্ষেত্রেই আবেদন চালু রয়েছে।
এই স্কলারশিপের বিশেষত্ব হল এই যে, সাধারণ ডিগ্রি কলেজ, পলিটেকনিক, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং সব ধরণের উচ্চশিক্ষার ক্ষেত্রেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে। আর কিছুদিনের মধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ষোঘণা হবে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের মতে, এরপরেই পড়ুয়ারা আবেদন করতে শুরু করবে। তবে আবেদনের পূর্বে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে রাখা উচিত। যা নিচে আলোচনা করা হল।
আরও পড়ুনঃ বিনামূল্যে স্মার্টফোন দেবে রাজ্য সরকার! কীভাবে পাবেন? জেনে নিন বিস্তারিত
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতাঃ
এতদিন এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অন্তত ৭৫% নম্বর ছিল বাধ্যতামূলক। কিন্তু এর ফলে অনেক দুঃস্থ অথচ মেথাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়ে যাচ্ছিল বলে অভিযোগ আসছিল। তাই এবার এই স্কলারশিপ নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই ঘোষণা?
নতুন আবেদনের ক্ষেত্রে স্কলারশিপের জন্য শেষ পরীক্ষায় ৭৫% নয় ৬০% পেলেই হবে। অর্থাৎ আন্দাজ করা যাচ্ছে আগে ৩-৫ লক্ষ আবেদনকারী ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের। যেটা এবার বেড়ে ৮ লক্ষেরও বেশি হয়ে যাবে। তাছাড়াও বলে রাখা ভালো, রাজ্য সরকার রায় ১৫০০ কোটি টাকা পর্যন্ত খরচের জন্য প্রস্তুত এই স্কলারশিপের জন্য। এমন একটা সিদ্ধান্ত শুনে খুশি হয়েছে লক্ষ লক্ষ পড়ুয়া ও তাদের অভিভাবক।