১০০ দিনের কাজ নিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অভাব অভিযোগের শেষ নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের তরফে অনুদান প্রদান না করায় পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ জনগণ ১০০ দিনের কাজের জন্য প্রয়োজনীয় অনুদান পাননি। আর তাতেই রাজ্যব্যাপী ১০০ দিনের কাজের আওতাধীন ব্যক্তিরা কবে অনুদান পাবেন তা নিয়ে বারংবার বিভিন্ন প্রকার চর্চার সূত্রপাত ঘটেছে। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এক নির্দেশিকা পুনরায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ১০০ দিনের কাজের আওতাধীন শ্রমিকদের পুনরায় আশার আলো দেখাচ্ছে।
কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এই নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে যে, সমগ্র রাজ্যব্যাপী যে সমস্ত সাধারণ জনগণ ১০০ দিনের কাজের আওতায় রয়েছেন তাদের প্রত্যেকের জব কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা বাধ্যতামূলক। বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, শুধুমাত্র মোবাইল নম্বর নয়, জব কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে আধার কার্ডও। কেন্দ্রের নির্দেশ অনুসারে যত দ্রুত সম্ভব রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী ১০০ দিনের কাজের আওতাধীন শ্রমিকদের জব কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার নম্বর লিঙ্ক করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ফলত ইতিমধ্যেই সমস্ত জেলাগুলির জেলা প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতগুলিকে যত দ্রুত সম্ভব জব কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার নম্বর লিঙ্ক করার নির্দেশ দেয়া হয়েছে।
তবে এক্ষেত্রে রাজ্য সরকারকে মূল যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা হলো, দীর্ঘ সময় ধরে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ায় পশ্চিমবঙ্গের নাগরিকরা জব কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার নম্বর লিঙ্ক করতে উৎসাহী নন। ফলত সামগ্রিক পরিস্থিতিতে বিপদাপন্ন জেলা প্রশাসন ও পঞ্চায়েত। মূলত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সুপারভাইজারদের এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই পঞ্চায়েতের সদস্য এবং সুপারভাইজাররা শ্রমিকদের পারিবারিক গিয়ে তথ্য সংগ্রহ করে থাকেন, কিন্তু ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার কারণে শ্রমিকরা যথেষ্ট ক্ষুব্ধ, আর তাতেই শ্রমিকদের বাড়ি গিয়ে এই সমস্ত তথ্য সংগ্রহ করতে রীতিমতো ভয় পাচ্ছেন পঞ্চায়েতের সদস্য এবং সুপারভাইজাররা।
আরও পড়ুন:- ভারতীয় পোস্টের তরফে ৩০,০০০ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো।
আর এই পরিস্থিতিতে ১০০ দিনের কাজের আওতাধীন শ্রমিকদের জব কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক না হওয়ার কারণে উভয় সংকটে পড়েছে বিভিন্ন জেলাগুলোর জেলা প্রশাসন। তবে এই সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও থেমে নেই জেলা প্রশাসন এবং রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজাররা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে যত দ্রুত সম্ভব মোবাইল নম্বর এবং আধার কার্ড লিঙ্ক করার চেষ্টা করা হচ্ছে। বহু জেলাতেই এখনো পর্যন্ত ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ফলত আগামী দিনে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাকি ৫০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে এইসকল জেলার জেলা প্রশাসনের তরফে।
বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার ৫ লক্ষ ২২ হাজার শ্রমিক ১০০ দিনের কাজের আওতায় রয়েছেন। আর এর মধ্যে থেকে মাত্র ২ লক্ষ ৯২ হাজার শ্রমিক নিজেদের জব কার্ডের সঙ্গে আধার নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক করেছেন। একই ছবি অন্যান্য জেলাগুলিতেও। তবে বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট দাবি করা হয়েছে যে ১০০ দিনের কাজের আওতাধীন শ্রমিকদের অনুদান-প্রদানে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার, যার কারণে শ্রমিকদের জব কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার নম্বর লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই সমস্ত রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, যে সমস্ত শ্রমিকরা নিজেদের জব কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন না তারা আগামী দিনে জব কার্ডের আওতায় অনুদান পাবেন না। যদিও এখনো পর্যন্ত অনুবাদ প্রদানের বিষয়ে কিংবা কারা অনুদান পাবেন এ বিষয়ে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনরূপ তথ্য জারি করা হয়নি।