বিগত কয়েকমাস যাবৎ DA Hike বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি নিয়ে যে আন্দোলন চলছে তা কারোরই অজানা নেই। রাজ্য সরকারকে কর্মীদের বর্ধিত হারে DA দেওয়া নিয়ে মামলা পর্যন্ত হয়ে গিয়েছে। অবশেষে কর্মীদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার। দিওয়ালির আগেই বাড়িয়ে দেওয়া হল Da, যেটার অপেক্ষাতেই এতদিন দিন গুনছিল লক্ষাধিক রাজ্য সরকারের কর্মীরা।
তবে, আপনি যদি ভাবেন পশ্চিমবঙ্গ সরকার এই ঘোষণা করেছে তাহলে ভুল ভাববেন। কারণ, ঝাড়খণ্ডের সরকার এই DA বৃদ্ধির কথা ঘোষণা করেছে। শুধু রাজ্য সরকারের কর্মচারীদের নয় সাথে যারা পেনশন পান তাদেরও DA ৪% বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ বেকারদের জন্য দারুন সুখবর, ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা দেবে সরকার, জানুন অডিশনের পদ্ধতি
সম্প্রতি আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন সরকারি কর্মীরা, ৪২ শতাংশ হারে DA পেতেন। তবে এবার সেটা বেড়ে ৪৬% করে দেওয়া হয়েছে। এই বর্ধিত হারে DA ১লা জুলাই ২০২৩ থেকেই প্রযোজ্য হবে। অর্থাৎ সামনের মাসে তো বটেই বিগত কয়েক মাসেরও বেশ কিছুটাকা পাওয়া যাবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য ৪% DA বাড়ানোর ঘোষণা করেছে। যার ফলে বর্তমানে মূল বেতনের ওপর ৪৬% হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন কর্মীরা। কিন্তু এই বৃদ্ধি রাজ্য সরকারের তরফ থেকে সকল রাজ্যে প্রযোজ্য হয়নি। পশ্চিমবঙ্গেও এই নিয়ে চাপানউতোর বাড়ছে কর্মী ও সরকারের মধ্যে। এখন এটাই দেখার যে এই সমস্যার কতদিনে নিস্পত্তি হয়।