এই চাকরিহীন বাজারে চাকরিপ্রার্থীদের জন্যে এক বড়ো সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার।প্রায় ৮৫হাজার শূন্যপদ ভর্তি হতে চলেছে। অবশেষে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এই বিপুল সংখ্যক শুন্যপদে নিয়োগের (SSC GD Constable Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। মোট শূন্যপদের সংখ্যা ৮৪ হাজার ৮৬৬ টি। আগামী ২৪শে নভেম্বর থেকে এই প্রক্রিয়ার পরীক্ষার জন্যে আবেদন জমা করতে পারবে পরীক্ষার্থীরা।
কেন্দ্রীয় সরকারের সরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল, সেক্রেটারিয়েট সিকিউরিটি কোর্স (এস.এস.এফ), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, জেনারেল ডিউটি কনস্টেবল ও অসম রাইফেলস -এর রাইফেলম্যান (জিডি) পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন (SSC)।
গত 20শে সেপ্টেম্বর 2023-এ কনস্টেবল নিয়োগ নিয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্টাফ সিলেকশন তার অফিসিয়াল ওয়েবসাইটে www.ssc.nic.in-এ। ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছেলে এবং মেয়েরা আবেদনের যোগ্য। কিন্তু বয়স হতে হবে ১৮থেকে ২৩ বছরের মধ্যে। মাধ্যমিক পাশের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সংশ্লিষ্ট শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবেন। ওবিসি ও তফশিলি প্রার্থীরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন।
এছাড়া শারীরিক মাপজোক সম্বন্ধীয় বেশ কিছু যোগ্যতা রাখা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট এবং প্রয়োজনীয় নথি সাবমিট করার পর আবেদন মূল্য জমা করতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য এবং মহিলাদের জন্য কোন রকম আবেদন মূল্য দেওয়ার দরকার নেই। তবে অন্যান্য প্রার্থীদের ১০০ টাকা আবেদনমূল্য জমা করতে হবে।
প্রার্থী বাছাই পর্ব- বাছাইপর্বের প্রথম ধাপে নেওয়া হবে কম্পিউটার বেসড পরীক্ষা (CBE)। পরীক্ষায় থাকবে মোট ১৬০ নম্বরের ৮০টি এমসিকিউ প্রশ্ন। কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষার প্রশ্ন হবে মাধ্যমিক মানের। যেখানে A) পার্ট এ-তে থাকবে জেনারেল ইনটেলিজেন্স অ্যান্ড রিজনিং, B) পার্ট বি-তে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। C) পার্ট সি-তে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স আর D) পার্ট ডি-তে থাকবে ইংরেজি/হিন্দি ভাষার উপর প্রশ্ন। প্রতিটি বিষয় থেকে থাকবে মোট ৪০ নম্বরের ২০টি করে প্রশ্ন। পরীক্ষার মোট সময় এক ঘন্টা। এবারের কেন্দ্রীয় সরকারের নিয়োগ পরীক্ষার প্রশ্ন হবে বাংলা, হিন্দি, ইংরেজি-সহ অন্যান্য রিজিওনাল ভাষায়।