OTT প্লাটফর্মের(Ott Platform) চাহিদা এখন তুঙ্গে। সেই চাহিদার কথা মাথায় রেখে আবারও একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিল রিলায়েন্স জিও(Reliance Jio)। পোস্টপেড প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স (Netflix) ও আমাজন প্রাইম (Amazon Prime), ডিজনি প্লাস হটস্টার(Disney + Hotstar) ও অন্যান্য OTT সাবস্ক্রিপশন (Subscription) বিনামূল্যে পাচ্ছেন Jio গ্রাহকরা। কোন কোন প্ল্যানে এই সুবিধা দিচ্ছে Jio? জেনে নিন এই প্রতিবেদনে।
মূলত রিলায়েন্স জিও (Reliance Jio) এর কাছে 3 দুর্দান্ত এমন দুর্দান্ত প্ল্যান রয়েছে, যেখানে Netflix, Amazon Prime Video এবং Disney + Hotstar-এর সুবিধা বিনামূল্যে দেওয়া হয়। এই প্ল্যানগুলিতে কোম্পানি 150GB পর্যন্ত ডেটা এবং আনলিমিটেড কলিংও দিচ্ছে। Jio-এর 399 টাকা, 599 টাকা এবং 799 টাকার পোস্টপেইড প্ল্যানগুলিতে এই সুবিধাগুলি দেওয়া হচ্ছে।
399 টাকা থেকে Jio গ্রাহকরা বিভিন্ন OTT সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যাবেন। সঙ্গে থাকছে 75 GB ডেটা প্রতি মাসে। সঙ্গে মিলছে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 SMS। তবে শুধু Netflix নয়, এই প্ল্যানের সঙ্গে ফ্রি-তে মিলবে Amazon Prime ও Disnet + Hotstar সাবস্ক্রিপশন। এছাড়াও সব Jio অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
আরও পড়ুনঃ চাকরি কে টাটা! বাড়ি বসে মাসে ৯০,০০০ টাকা আয়ের সুবর্ন সুযোগ দিচ্ছে SBI
599 টাকা Jio প্ল্যানের সঙ্গে 100 GB ডেটা প্রতি মাসে পাওয়া যাবে। এছাড়া আগের প্লানের মতোই থাকছে বাকি সব সুবিধে। এই ফ্যামিলি প্ল্যানের সঙ্গে একটি অতিরিক্ত সিম কার্ড বিনামূল্যে দিচ্ছে জিও। এই প্ল্যানের সঙ্গেও সব Jio অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। ৭৯৯ এর মাসিক পোস্টপেডের সাহায্যে পাওয়া যাবে 150 GB ডেটা। এই ডেটা শেষ হলে প্রতি GB ডেটা ব্যবহারের 10 টাকা খরচ হবে। সঙ্গে 200 GB ডেটা রোলওভারের সুবিধা থাকছে।
এছাড়া থাকছে জিও ফাইবার ওয়াইফাই বক্স (Jio Fiber WiFi Box) সুবিধে যা বিনামূল্যে ইনস্টল করার কথা বলেছে জিও। ১১৯৯ টাকার জিও এয়ারফাইবার প্ল্যান জিও ১০০এমবিপিএস (100Mbps) ইন্টারনেট স্পিড সহ চালু করেছে। এতে ব্যবহারকারী ৫০০টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং একটি ওটিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন, এছাড়াও নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার ছাড়াও জিও সিনেমা প্রাইমের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।
১৪৯৯ টাকার জিও এয়ারফাইবার প্ল্যান কোম্পানী ৩০ দিনের বৈধতা এবং ৩০০এমবিপিএস ইন্টারনেট স্পিড সহ এই প্ল্যানটি চালু করেছে, ২৪৯৯ টাকার জিও এয়ারফাইবার ম্যাক্স প্ল্যান এই প্ল্যানটি ৩০ দিনের বৈধতা এবং ৫০০এমবিপিএস ইন্টারনেট স্পিড সহ এই প্ল্যানটি চালু করেছে, এবং ৩৯৯৯ টাকার জিও এয়ারফাইবার ম্যাক্স প্ল্যান এই প্ল্যানটি ৩০ দিনের বৈধতা সহ ১জিবিপিএস ইন্টারনেট গতি প্রদান করে। এই সব প্ল্যানেই নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) ছাড়াও জিও সিনেমা প্রাইমের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।