এখন বাড়িতে বসেই ভারতের সবচেয়ে বড়ো ব্যাঙ্ক State Bank Of India বা SBI এর মাধ্যমে রোজগার করুন ৯০,০০০ টাকা (Indian Rupee) পর্যন্ত। একটি সুন্দর ও সহজভাবে ব্যবসা করার একটি সুযোগ এনে দিচ্ছে এই ব্যাংক আপনার হাতের মুঠোতে। এই প্রতিবেদনে রইলো সেই সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য।
স্টেট ব্যাঙ্কের এটিএম ফ্রাঞ্চাইজির (SBI ATM Franchise) মাধ্যমে বাড়িতে বসেই অতি সহজেই রোজগার করা যেতে পারে৷ তবে এই ফ্র্যাঞ্চাইজি পেতে আপনাকে প্রথমেই যেতে হবে SBI এর অফিশিয়াল ওয়েবসাইটে। সেখান থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন আপনি। এবার যারা ATM বসায়, তাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাকে। জানিয়ে রাখি এরকম কোম্পানির মধ্যে Indicash, Muthoot ATM এবং India One ATM অন্যতম।
এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে বেশ কিছু শর্তের পালন করতে হবে যেমন, ৫০ থেকে ৮০ বর্গফুট জায়গা থাকতে হবে ৷অন্য এটিএমের থেকে কমপক্ষে ১০০ মিটারের দূরত্ব থাকতে হবে ৷ মনে রাখতে হবে এই জায়গাটি গ্রাউন্ড ফ্লোরে থাকতে হবে একই সঙ্গে সব জায়গা থেকে অত্যন্ত ভাল ভাবে যাতে দেখা যায় তেমনই থাকতে হবে৷ ২৪ ঘণ্টা বিদ্যুতের সংযোগ থাকতে হবে ৷ এছাড়াও এক কিলো ওয়াটের বিদ্যুতের সংযোগ থাকতেই হবে ৷ প্রতিদিন কমপক্ষে যাতে ৩০০ লেনদেন হয় সেই বিষয়ও দেখতে হবে ৷
আরও পড়ুনঃ ১০০ টাকার তেলেই ষষ্ঠী টু দশমী! রইল লম্বা মাইলেজের সেরা ৫ স্কুটারের তালিকা
এটিএমের ছাদ কংক্রিটের হতে হবে ৷ ভিস্যাট বসানোর জন্য স্থানীয় প্রশাসনের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে ৷ এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে যে যে নথি থাকতে হবে সেগুলি হল আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (Pan Card), ভোটার কার্ড (Voter Card) ৷ ছবি (Photograph), ই-মেল আইডি (Email-ID), ফোন নম্বর (Phone Number), অন্য সকল নথি, জিএসটি নম্বর, ফাইন্যানশিয়াল ডকুমেন্ট ৷ এরপরে এসবিআইয়ের এটিএম ফ্রাঞ্চাইজি দেয় সেই সমস্ত সংস্থার ওয়েবসাইটে যেতে হবে ৷
এসবিআইএটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে প্রাথমিক ভাবে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ৷ প্রতি নগদ লেনদেনে ৮ টাকা ও নগদহীন লেনদেনে ২ টাকা করে কমিশন পাওয়া যাবে ৷ টাকা ফেরৎ দেওয়া হবে, এছাড়াও ৩ লক্ষ টাকা ব্যাঙ্কিং ক্যাপিট্যাল বা মূলধন হিসাবে জমা রাখতে হবে, মোট ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ৷
এই হিসাবে দেখতে বছরে বিনিয়োগের ৩০-৫০ শতাংশ পর্যন্ত টাকা ফেরৎ পাওয়া যায় ৷ ধরে নেওয়া যাক কোনও এটিএমে দিনে ২৫০টি লেনদেন হয় ৷ যেখানে ৬৫ শতাংশ নগদ লেনদেন হয় ও ৩৫ শতাংশ নগদহীন লেনদেন হয়ে থাকে ৷ এই হিসাবে মাসে ৪৫ হাজার টাকা রোজগার হতে পারে ৷ ৫০০ টি লেনদেন দিনে হলে মাসে ৮৮-৯০ হাজার টাকা কমিশন হিসাবে রোজগার সম্ভব ৷ একবার বিনিয়োগের পরে জোরদার মুনাফা হতে পারে ৷