SBI Mutual Fund which is giving upto 69% returns : বর্তমান সময়ে বিনিয়োগ করার ঢেউ বেড়েছে বেশ খানিকটা। আগের থেকে অনেক বেশি মানুষ বিনিয়োগ করছেন শেয়ার বাজার থেকে শুরু করে নানান বন্ড, ইন্স্যুরেন্স ইত্যাদির ওপর। আপনার খারাপ সময়ে বা প্রয়োজনে বেশ কাজে আসতে পারে বিনিয়োগ। অনেকে RD বা FD করে থাকেন, কিন্তু এখন সেই জমানা গিয়েছে। মূল্যবৃদ্ধির সাথে টেক্কা দিতে হলে আপনার প্রয়োজন মোটা অংকের রিটার্ন।
বিনিয়োগ করার ইচ্ছা থাকলেও কোথায় এবং কখন বিনিয়োগ করতে হবে সেই বিষয় জানা নেই অনেকের। আজ আমরা আপনাদের জানাবো কোথায় বিনিয়োগ করে মোটা রিটার্ন আসবে। এখানে আজ আমরা SBI এর মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলতে চলেছি। গত বেশ অনেকটা সময়ে যা মোটা অংকের রিটার্ন দিয়েছে। আপনাদের সুবিধার্থে ৫টি সেরা মিউচুয়াল ফান্ড স্কিম (5 Best SBI Mutual Fund) সম্বন্ধে বলতে চলেছি।
৫টি সেরা SBI Mutual Fund
১) SBI Contra Fund : গত ৯ জুলাই, ২০২৪ এর হিসেব অনুযায়ী ফান্ডটির নেট অ্যাসেট ভ্যালু রয়েছে ৩৮৪.৩৮ টাকার। এই ফান্ডটি ১ বছরে ৪৮%, ৩ বছরে প্রায় ৩০% এবং ৫ বছরে প্রায় ২৮% রিটার্ন দিয়েছে। ফান্ডের সাইজ রয়েছে ৩০,৫২০.৪২ কোটি টাকার (৩১মে ২০১৪ এর হিসেব)। এখানে বিনিয়োগ করে বাম্পার রিটার্ন পেতে পারেন আপনি। তবে ১ বছর হওয়ার আগে টাকা তুলে নিলে সেক্ষেত্রে ১% এক্সিট লোড দিতে হয়।
২) SBI Magnum Mid Cap Fund : গত ১০ জুলাই এর হিসেব অনুযায়ী এই ফান্ডটির নেট অ্যাসেট ভ্যালু হলো ৩৩৪.৯০ টাকা। রিটার্নের কথা বললে এটি গত ১ বছরে ৪০%, ৩ বছরে ২৪% এবং ৫ বছরে প্রায় ২৭% রিটার্ন দিয়েছে। ৩১ মে ২০২৪ এর হিসেব অনুযায়ী ফান্ডের মোট সাইজ ১৮,৩৯৮.৬২ কোটি টাকা। এক্ষেত্রেও এক বছর হওয়ার আগে টাকা তুলে নেওয়ার জন্য ১% এক্সিট লোড দিতে হবে।
আরও পড়ুনঃ মাসে ১০০০ জমা করে টাকা রিটার্ন পান ২ লক্ষ! SBI-র বছর শেষের এই স্কিমে ধামাকা অফার
৩) SBI Infrastructure Fund : ১০ জুলাই এর হিসেব অনুযায়ী ফান্ডটির নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ৫৩.৪৪ টাকা। গত ১ বছরে রেকর্ড ৬৯% রিটার্ন দিয়েছে। এছাড়া ৩ বছরে ৩৪% এবং ৫ বছরে ২৭% রিটার্ন দিয়েছে। ফান্ডের সাইজ ৩,০৮৭.৫৫ কোটি টাকা। তবে এক বছর হওয়ার আগে টাকা তুলতে চাইলে ০.৫০% এক্সিট লোড দিতে হয়।
৪) SBI Large & Midcap Fund : ৯ জুলাই নাগাদ ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু ছিল ৫৯৫.৭২ টাকা। রিটার্নের কথা বললে এটি গত ১ বছরে প্রায় ৩৭%, ৩ বছরে ২১% এবং ৫ বছরে ২১% রিটার্ন দিয়েছে। ৩১ মে নাগাদ ফান্ডের সাইজ ছিল ২৩,৪৪৩.৩৯ কোটি টাকা। এক বছর পূর্ন হওয়ার আগে টাকা তুলতে চাইলে ০.১০% এক্সিট লোড দিতে হয়।
৫) SBI Healthcare Opp Fund : গত ৯ জুলাই নাগাদ ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু ছিল ৩৬৬.৭৯ টাকা। গত ১ বছরে ফান্ডটি রিটার্ন দিয়েছে ৪১%, ৩ বছরে ১৫% এবং ৫ বছরে প্রায় ২৭%। ফান্ডের মোট সাইজ ২,৬১২.৭৩ কোটি টাকা। এছাড়া এক বছর হওয়ার আগে টাকা তুলে নিলে ০.৫০ শতাংশ এক্সিট লোড দিতে হবে।
এখন মিউচ্যুয়াল ফান্ড সম্পর্কে জানতে তো পারলেন, কিন্তু জানেন কি সর্বনিম্ন কত টাকা থেকে বিনিয়োগ করা যাবে? জানিয়ে রাখি, SBI Mutual Funds স্কিমে সর্বনিম্ন ৫,০০০ টাকা বিনিয়োগ করা যাবে। এছাড়া এর সাথে অতিরিক্ত ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ করা সম্ভব। SIP করতে চাইলে প্রতিমাসে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে তা শুরু হয়।