বিরাট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI)। আর্থিক লেনদেন করার ক্ষেত্রে বর্তমানে সারা দেশ জুড়ে ব্যাঙ্ক গ্রাহক আগের থেকে বেড়েছে অনেক শতাংশ। কেন্দ্রের চালু করা প্রধানমন্ত্রী জনধন যোজনা বিরাট প্রভাব ফেলেছে। ব্যাঙ্কিং করতে গিয়ে আগে সপ্তাহে ৬ দিন পরিষেবা নেবার সুযোগ থাকতো গ্রাহকদের। তবে এবার থেকে নতুন নিয়মে প্রতি সপ্তাহে মাত্র ৫ দিন করেই ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় শীর্ষ ব্যাঙ্ক (RBI)।
ব্যাঙ্কের কর্মচারীদের বেতন বৃদ্ধির পথে RBI :
দীর্ঘদিন ধরে ব্যাংকের কর্মচারীরা বেতন ও ছুটি বৃদ্ধির দাবি করে আসছিল। শেষ পর্যন্ত ব্যাংক কর্মচারীদের সেই দাবি মেনে ১৭ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিল ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন। রাষ্ট্রায়ত্ত সহ বেশকিছু বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। এবং ব্যাংক কর্মচারীদের দাবি এবার থেকে প্রত্যেক শনিবারে ব্যাংক বন্ধ রাখতে হবে।
প্রতি শনিবার ছুটির সিদ্ধান্ত নিতে পারে RBI :
ব্যাঙ্কের ছুটি সংক্রান্ত বিষয়ে বছর শেষে মোদী সরকার বড় সিদ্ধান্ত নিল! এবার থেকে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে ব্যাংক। ফের ছুটি বাড়তে চলেছে ব্যাংক কর্মীদের। এবার থেকে প্রতি শনিবার করে ছুটি (Bank Holiday) পেতে পারেন দেশের লক্ষ লক্ষ ব্যাঙ্ক কর্মী। সপ্তাহে পাঁচ দিন তথা সোম থেকে শুক্র খোলা থাকবে ব্যাঙ্ক। বছরের শেষে বিরাট সিদ্ধান্ত জানাতে চলেছে মোদী সরকার। কর্মীদের ছুটির ক্যালেন্ডারে বাড়তে চলেছে ছুটির সংখ্যা। এবার থেকে প্রতি শনিবার ছুটি থাকতে পারে কর্মীদের।
RBI-কে সমর্থন করতে পারে কেন্দ্র :
বছর শেষে এমনই একটি সুখবর আসার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, মূলত ব্যাঙ্ক কর্মীদের জন্য নতুন করে ছুটির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সপ্তাহের প্রতি শনিবার বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। এমনিতে সরকারি ছুটির ক্যালেন্ডার মেনে সারা বছর একগুচ্ছ ছুটি পান কর্মীরা। উৎসব ও পরবের কারণে হঠাৎ করেও ছুটির ঘোষণা করে সরকার। এছাড়াও রয়েছে ব্যক্তিগত ছুটি নেওয়ার সুবিধা। তবে এত কিছুর পরেও ফের ছুটি বাড়ছে ব্যাংক কর্মীদের। এবার থেকে প্রত্যেক শনিবার করে ব্যাঙ্ক কর্মীরা ছুটি পাবেন বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন : এবার ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস! রাজ্য সরকারের দেশ জুড়ে তোলপাড়
ছুটির আশায় ৮.৫০ লক্ষ ব্যাঙ্ক কর্মী :
দাবি উঠছে ভারতের সরকারি ব্যাঙ্ক ম্যানেজমেন্ট-এর বডি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের (IBA) পক্ষ থেকে। তাঁদের দাবি, সপ্তাহে পাঁচ দিন তথা সোম থেকে শুক্রবার কাজ করবেন কর্মীরা। বাকি দুদিন শনি ও রবিবার ছুটি দিতে হবে সরকারকে। সম্প্রতি বিষয়টি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন ওঠে। রাজ্যসভার সাংসদ সুমিত্র বাল্মিক কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, ছুটির বিষয়টি নিয়ে ঠিক কিভাবে ভাবছে সরকার? যদিও গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে এখনও কোনো স্পষ্ট উত্তর না মেলেনি। যদিও ধারণা করা যাচ্ছে, ব্যাঙ্ক কর্মীদের শনিবারে ছুটির দাবি মেনে নিতে পারে সরকার। আর এই সুখবর শোনার অপেক্ষায় দিন গুনছেন দেশের প্রায় ৮.৫০ লক্ষ ব্যাঙ্ক কর্মী।
বাধ সাধতে পারে বিরোধী পক্ষ
ব্যাঙ্ক কর্মীদের শনিবার ছুটির বিষয়টি নিয়ে ঘোর আপত্তি তুলেছেন বিরোধীদের একপক্ষ। তাঁদের কথায়, সপ্তাহে মাত্র পাঁচ দিন ব্যাঙ্ক খোলা থাকলে সমস্যায় পড়বেন জনসাধারণ। সেক্ষেত্রে প্রতি শনিবার ছুটির বিষয়টি বিবেচনা করুক সরকার। যদিও, গোটা বিষয়টি নিয়ে সংশয় এখনও কাটেনি। আদৌ কেন্দ্র ছুটির দাবিতে শিলমোহর দেয় কিনা সেটাই এখন দেখার।