হুহু করে বাড়ছে জিনিসের দাম। সঙ্গে পাল্লা দিয়ে আকাশ ছুঁয়েছে রান্নার গ্যাস (LPG)। মাসের শেষে গ্যাস ভরতে পকেট ফাঁকা হচ্ছে আমজনতার। কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারে মাত্র ৫০০ টাকায় মিলবে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG)। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। অতি দ্রুত রাজ্য সরকারের উদ্যোগে এমন নিয়ম চালু হতে চলেছে। বর্তমান এই মূল্যবদ্ধির বাজারে সবজি, মাছ, মাংস, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সহ রান্নার গ্যাস সিলিন্ডার (LPG) কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত মানুষ। আর তখনই রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা সবাইকে এক কথায় অবাক করে দিলো।
দাম কমবে LPG গ্যাসের :
যদি আপনার বাড়িতে থেকে থাকে রান্নার জন্য এলপিজি গ্যাস (LPG) সিলিন্ডার তবে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর। অতি দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়মটি লাঘু হতে চলেছে। অনুমান করা হচ্ছে যে, এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ কিছুটা হলেও পাবে স্বস্তি।
LPG-র দাম নিয়ে বিরাট ঘোষণা :
সম্প্রীতি তেলেঙ্গানা কংগ্রেস সরকার একটি প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। যে প্রকল্পে মাধ্যমে ১০০ দিনের মধ্যে ৫০০ টাকায় উপলব্ধ থাকবে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) এবং ধান (Paddy) সংগ্রহের জন্য কৃষকদেরকে প্রতি কুইন্টাল (১০০ কেজি) ৫০০ টাকা করে অতিরিক্ত দেওয়া হবে।
কী বললেন রাজ্যের মন্ত্রী?
গত মঙ্গলবার বেসামরিক সরবরাহ মন্ত্রী উত্তম কুমার রেন্ডি উক্ত কথাই জানিয়েছেন সমাজ মাধ্যমকে। উত্তম কুমার রেড্ডি উক্ত বিভাগের ঊর্ধ্বতন স্তরে কর্মরত কার্যকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেছিলেন। সেই সভা শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সিভিল সাপ্লাই কর্পোরেশনের (Civil Supply Corporation) মোট ঋণের পরিমাণ ৫৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন : বড় খবর! এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ১০০০ টাকা পান সারাজীবন! করে ফেলুন এই কাজ
ধান নিয়েও বড় ঘোষণা :
তিনি আরও বলেন, “পূর্ববর্তী বিআরএস (BRS) সরকার আর্থিক সহায়তা দিতে ব্যর্থ হয়েছিল এবং সুদ ৩০০ কোটি টাকায় পৌঁছেছিল। তিনি আরও বলেন, কর্পোরেশনের ১৮,০০০ কোটি টাকা মূল্যের ৮৮ লক্ষ টন ধান (Paddy)কোনও সুরক্ষা বা ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়াই মিলগুলির কাছে পড়ে রয়েছে।” উত্তম কুমার রেড্ডি বলেন যে, এই পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানানো হবে এবং মন্ত্রিসভায় উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উত্তম কুমার রেড্ডি এও বলেন যে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে চাল প্রতি কেজি ৩৯.০২ টাকা দামে দিচ্ছে তার ৯০% খাওয়ার উপযোগী নয়। উত্তম কুমার রেডির মত অনুসারে, ধান্দাবাজ নিম্নমানের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (PDS) চাল সরবরাহকারী (ডিলার), ইডলি- ডোসা ইউনিট, পোল্ট্রি ফার্ম, ইত্যাদির ব্যক্তির কাছে ৫ টাকা কেজি দরে বিক্রি করছে।