নোটবন্দির পর প্রথম দেখা মিলেছিল গোলাপি রঙের ২০০০ টাকার নোটের। কিন্তু এই বছরেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে ২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা। নোট এক্সচেঞ্জ এবং জমা করার ক্ষেত্রে RBI (Reserve Bank Of India)-এর পূর্ব ঘোষণা অনুযায়ী শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু সেইদিনের বদল ঘটালো আরবিআই RBI।
যেমনটা জানা যাচ্ছে, ১৯ মে পর্যন্ত ২,০০০ টাকার নোটের মোট সার্কুলেশন ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা। তবে, ইতিমধ্যেই ৩.৪২ লক্ষ কোটি টাকার নোট ব্যাঙ্কগুলিতে ফেরত এসেছে। ২৯ সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আর মাত্র ০.১৪ লক্ষ কোটি টাকার ২,০০০-এর নোট সার্কুলেশনে রয়েছে। অর্থাৎ, এখনও পর্যন্ত প্রায় ৯৬ শতাংশ নোট জমা পড়েছে।
ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা আরও ৭ দিন বাড়িয়ে দেওয়া হল। শনিবার, বিজ্ঞপ্তি দিয়ে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। ফলে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে। তবে সমস্ত ব্যাঙ্কে এই নোট বদল হবে না।
আরও পড়ুনঃ Flipkart এর ধামাকা অফার! মাত্র ৬৭৪৯ টাকা থেকে শুরু Motorola-র এই স্মার্টফোনগুলি
তাহলে কোথায় গিয়ে জমা করতে হবে ২০০০ টাকার নোট? এর উত্তর হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেই। কেবল আরবিআইয়ের ১৯টি শাখায় ২০০০ টাকার নোট বদল করা যাবে। কিন্তু, ৮ অক্টোবর থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
অর্থাৎ ২০০০ টাকার নোট বদলের সময়সীমা যে আর বাড়ানো হবে না, তা স্পষ্ট করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তাই আপনার কাছে যদি এখনও কোনো ২০০০ টাকার নোট থেকে থাকে, তাহলে নিকটবর্তী RBI এর ব্রাঞ্চে গিয়ে সেটা বদলে ফেলতে পারেন। নাহলে ৮ই অক্টোবর থেকে ২০০০ টাকার নোটের মূল্য কাগজের সমান হয়ে যাবে।