PNB Scholarship : চতুর্থ ক্লাস থেকেই ছাত্রছাত্রীদের পড়াশোনার মাধ্যমে টাকা পাওয়ার তথা স্কলারশিপ (Scholarship) প্রোগ্রাম রয়েছে। যা মূলত ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে। আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে এমন একস্কলারশিপের নাম বলব যা ছাত্রছাত্রীদের জন্যে খুবই সাহায্যপূর্ণ হবে।
এই স্কলারশিপ প্রদানকারী ব্যাংকের নাম হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)। “Pehel Foundation” যেটি এই সংস্থার CSR (কর্পোরেট সোশ্যাল) স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করেছে তার নাম পিএনবি হাউসিং ফাইন্যান্স প্রোটসাহন স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে স্নাতক পাঠরত ছাত্র-ছাত্রীরা ৪০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
ব্যাচেলর অফ সায়েন্স(বিএসসি), ব্যাচেলর অফ কমার্স (বিকম), ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (বিসিএ), ব্যাচেলর অফ আটর্স (বিএ) ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে পূর্ণ সময়ের কোর্সে বছরে মোট ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
আরও পড়ুনঃ এখনও বদলানো যাবে ২০০০ টাকার নোট, শেষ সুযোগ দিচ্ছে RBI, জেনে নিন কিভাবে পাল্টাবেন?
কিন্তু আবেদন করতে পারবেন করা? তা জেনে নেওয়া যাক:
১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর পেতে হবে ছাত্রছাত্রীদের।
২) শিক্ষার্থীদের স্নাতক স্তরে ফুল টাইম কোর্সে পড়তে হবে।
৩) এআইসিটিই/এনএএসি/ইউজিসি/সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক কোর্সগুলিতে পাঠরত হতে হবে।
৪) সর্বোপরি পারিবারিক বাৎসরিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
৫) ছাত্র-ছাত্রীদের নিজস্ব নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
Protsahan Scholarship এ কিভাবে করতে হবে আবেদন, জেনে নেওয়া যাক:
১) “Vidyasarathi Portal” গিয়ে “PNB Housing Finance Protsahan Scholarship” প্রোটসাহন স্কলারশিপ (23-24) এর নোটিফিকেশনে ক্লিক করুন।
২) এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করুন।
৩) ফর্মটি যথাযথভাবে পূরণ করে সাবমিট অপশন এ ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
কি কি ডকুমেন্টস লাগবে, জেনে নেওয়া যাক:
- 1) পরীক্ষার রেজাল্টের কপি।
- 2) বয়সের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
- 3) স্নাতক কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সে ভর্তির পেমেন্টের রশিদ কপি।
- 4) আধার কার্ডের কপি (আধার কার্ড না থাকলে অ্যাড্রেস প্রুফের যেকোনো ডকুমেন্টস)।
- 5) পারিবারিক আয়ের কপি।
- 6) পাসপোর্ট সাইজের ফটো।
- 7) ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
- আবেদন ফরম পূরণ করার সময় যে ইমেইল আইডি ছাত্রছাত্রীরা দিয়ে থাকবেন সেই ইমেইল আইডির মাধ্যমে পরবর্তী এই স্কলারশিপের সমস্ত খবর তারা জানতে পারবেন।