আসছে উৎসবের মরশুম, আর এই পুজোর মরশুমেই বড়ো ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। আমরা সকলেই জানি আশা কর্মীরা পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে নানাধরণের অসন্তোষের সৃষ্টি হয়, এবং তারা বিক্ষোভে নামে।
কিন্তু এবার আশা কর্মীদের সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার আশা কর্মীদের জন্য সাড়ে ৪ হাজার টাকা পুজো বোনাস ঘোষণা করছেন তিনি। মুখ্যমন্ত্রী এও জানান, এবার কলকাতার (Kolkata) হারেই জেলার আশা কর্মীদের দেওয়া হবে পুজো বোনাস। কিন্তু এ সুযোগ পাবেননা সকলেই। আসুন জেনে নেওয়া যাক করা পাবেন এই বোনাস।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত আশা কর্মী ১ ডিসেম্বর ২০২২ তারিখ অথবা তার আগে কাজে যোগদান করেছেন কেবলমাত্র থেকে তারাই ২০২৩ সালের বোনাস পাবেন। অর্থাৎ ২ ডিসেম্বর ২০২২ এর পরে যোগদান করা আশা কর্মীরা এই বছর বোনাস পাবেন না।
বুধবার ভার্চুয়ালি পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “শহরের আশাকর্মীরা পুজোর বোনাস হিসেবে সাড়ে চার হাজার টাকা বোনাস পান। কিন্তু জেলার ক্ষেত্রে আশাকর্মীরা ২ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত পেতেন। এবার থেকে জেলা বা শহর নয়, সমস্ত আশাকর্মীরাই সাড়ে চার হাজার টাকা বোনাস পাবেন।”