বলিউডের জনপ্রিয় মুখ পরিণীতি চোপড়া (Porineeti Chopra) এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন। বিয়ের এক বছর পূর্ণ হতেই আসছে জীবনের সবচেয়ে বড় সুখবর। স্বামী রাঘব চাড্ডার সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষার খবর আনুষ্ঠানিকভাবে জানালেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। কয়েক দিন ধরেই বলিউড মহলে কানাকানি চলছিল তিনি মা হতে চলেছেন কি না। এবার নিজেই সুখবর শেয়ার করলেন পরিণীতি।
কেকের ছবি আর এক লাইন লেখায় চমক
অবশেষে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সোমবার অর্থাৎ আজ সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন পরিণীতি। সেখানে দেখা যায় একটি কেক— যার উপর স্পষ্ট লেখা “1+1=3”। পাশাপাশি রাঘবের সঙ্গে এতদিন একসাথে পথচলার একটি মিষ্টি ঝলক ভাগ করে নিয়ে লিখলেন, “আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি জন্ম নিতে চলেছে। আপনাদের আশীর্বাদ চাই।” মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে। পোস্ট প্রকাশের পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে অভিনেত্রীর কমেন্ট সেকশন।
রাঘবের সেই ইঙ্গিতেই শুরু হয়েছিল জল্পনা
কিছুদিন আগেই নেটফ্লিক্সের হিট শো “দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো”-তে হাজির হয়েছিলেন দম্পতি। সেখানেই কপিল শর্মা মজার ছলে প্রশ্ন করেছিলেন— বিয়ের পর তাঁদের বাড়িতে সন্তান নিয়ে আলোচনা চলছে কি না। উত্তরে রাঘব হেসে বলেন, “খুব তাড়াতাড়ি সুখবর দেব।” সেই সময়েই দর্শকরা আঁচ করেছিলেন বিশেষ কিছু ঘটতে চলেছে। তবে পরিণীতির চমকে ওঠা মুখভঙ্গিই যেন সবকিছুর আভাস দিয়েছিল।
গুঞ্জনকে অনেকবার উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী
এটা প্রথম নয়। বিয়ের পর থেকেই ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল পরিণীতিকে, যা ঘিরে বারবার শোনা গিয়েছিল গর্ভাবস্থার গুঞ্জন। কিন্তু সেসব জল্পনা তিনি সরাসরি উড়িয়ে দিয়ে বলেছিলেন— অনুমানভিত্তিক এইসব আলোচনা খুবই অস্বস্তিকর। তবে শেষমেশ জল্পনাই সত্যি হল। তবে পরিণীতির মা হওয়ার সুখবর জানানোর পর থেকেই বলিউডের সহকর্মী থেকে ভক্ত— সকলের শুভেচ্ছা পাচ্ছেন এই দম্পতি। স্বাভাবিকভাবেই চড্ডা পরিবারে আসন্ন নতুন অতিথিকে ঘিরে আনন্দ এখন তুঙ্গে।
বিয়ের পরের সুখের সংসার
২০২৩ সালের সেপ্টেম্বরে উদয়পুরের রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির তরুণ নেতা রাঘব চাড্ডা। তার পর থেকে দিল্লিতেই সংসার করছেন এই দম্পতি। কাজের দিক থেকে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ইমতিয়াজ আলির সিনেমা “আমর সিং চমকিলা”-তে দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে।