টাকা সঞ্চয়ের জন্য হোক বা বিভিন্ন ধরনের প্রকল্পের ভাতা পাওয়ার ক্ষেত্রে অথবা বেতন পাওয়ার জন্য সমগ্র দেশের সাধারণ মানুষের কোনো না কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছেই। আর এবারে সরকারি ব্যাংকের অ্যাকাউন্টধারী ব্যক্তিদের জন্য এক বিশেষ তথ্য প্রকাশ্যে আনা হলো। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এবার থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ অন্যান্য সরকারি ব্যাংকগুলিও বেসরকারিকরণের আওতায় পড়তে চলেছে।
আজ্ঞে হ্যাঁ, বিভিন্ন বিশ্বস্ত সূত্রের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে সে, খুব শীঘ্রই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ দেশের সমস্ত সরকারি ব্যাংকগুলিকে বেসরকারিকরণের আওতায় আনার জন্য কেন্দ্রের তরফে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, দীর্ঘ সময় ধরে সমস্ত সরকারি ব্যাংকগুলোকেই বেসরকারিকরণের আওতায় আনার জন্য বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে আলাপ-আলোচনা করা হচ্ছে। আর এবারে এই সমস্ত আলাপ-আলোচনার ইতি ঘটিয়ে সরকারি ব্যাংকগুলিকে বেসরকারিকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার, এমনটাই দাবি করা হচ্ছে এই সমস্ত সূত্রের তরফে প্রকাশিত খবরে।
আরও পড়ুন:- কিষাণ বিকাশ পত্রের অধীনে বিনিয়োগ করলে ফেরত পাবেন দ্বিগুণ অর্থ। বিস্তারিত জেনে নিন।
বিগত মঙ্গলবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC) -এর পক্ষ থেকে ব্যাংকের বেসরকারিকরণের বিষয়ে এই বিশেষ তথ্যগুলি সমগ্র দেশের সাধারণ জনগণের সামনে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। এই দিন এক বিশেষ বিজ্ঞপ্তি মারফত জানানো হয় যে, ১৯৬৯ সালের পর থেকে অর্থাৎ বেসরকারি ব্যাংকের জাতীয়করণের পরে সমগ্র ভারতের আর্থিক উন্নতির বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পিএসবি -গুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন -এর সাধারণ সম্পাদক রুপম রায়ের মতে, জাতীয়করণের পর থেকে সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সমস্ত পিএসবি গুলো কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ শিক্ষাক্ষেত্রে যথেষ্ট তহবিলের যোগান দিয়েছে। শুধু তাই নয়, এই সমস্ত পিএসপি গুলির মাধ্যমে সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রের সাধারণ জনগণের আর্থিক উন্নয়ন থেকে শুরু করে ভারতীয়দের ব্যাংকিং পরিষেবার সুযোগ করে দেওয়াও সম্ভব হয়েছে।
এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে, বর্তমানে সরকারি ব্যাংকগুলি বেসরকারিকরণের ঝুঁকির মধ্যে রয়েছে, আর তা নিয়ে যথেষ্ট আশঙ্কায় রয়েছে অর্থনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা। রুপম রায়ের মতে, সরকারি ব্যাংকগুলিকে বেসরকারিকরণ করার পূর্বে এই বিষয়টি নিয়ে পুনরায় বিচার বিবেচনা করা প্রয়োজন এবং সমগ্র দেশের সাধারণ জনগণের উন্নতির স্বার্থে কার্যকরী হবে এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ২০২২ সালের আগস্ট মাসে ১০ টি ব্যাংকের মধ্যে ৪ টি একীভূত করা হয়েছিল, যার কারণে বর্তমানে সমগ্র ভারতের সরকারি ব্যাংকের সংখ্যা ২৭ থেকে কমে ১২ তে দাঁড়িয়েছে। যদিও বর্তমানে এই সমস্ত ব্যাংকগুলির বেসরকারিকরণ নিয়ে কোনরূপ চিন্তা-ভাবনা করা হয়নি বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে। তবে AIBOC -এর কর্মকর্তাদের তরফে যে দাবি প্রকাশ করা হয়েছে তা সমগ্র দেশের সাধারণ জনগণের চিন্তা বাড়াচ্ছে বই কমাচ্ছে না।