July Month Ration Item List: রেশন প্রতি মাসে গরিব মানুষদের মুখে অন্ন যোগানের বড় মাধ্যম। এই রেশন দিয়েই বহু মানুষের পেট ভরে আজও। করোনাকালীন সময় থেকেই সরকারের তরফে রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘোষণা হয়েছিল বিনামূল্যে রেশন প্রদানের। যা এখনও অব্যাহত। তবে এবার ফুরিয়ে এল বিনামূল্যে রেশনের মেয়াদ।
যদিও কেন্দ্রের তরফে বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল। প্রতি মাসেই কার্ড পিছু কারা কতটা পরিমান চাল-গম বা অন্যান্য দ্রব্য পাবেন তার একটি তালিকা প্রকাশ হয়। প্রতি মাসের শুরুতেই এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে। সেইমত জুলাই মাসেও সেই তালিকা প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই।
বর্তমানে রেশন কার্ডের ধরণ ৫ প্রকার। তো আসুন জেনে নেওয়া যাক এই মাসে আপনি আপনার কার্ড অনুযায়ী কতটা কি শস্য পাবেন রেশন বাবদ। মূলত বর্তমানে যে পাঁচটি রেশন কার্ড আছে তা হল- RKSY-1, RKSY-2, PHH, SPHH, আর AAY. এই কার্ড হোল্ডারদের প্রত্যেকের ভিন্ন ভাগ আছে রেশন পাওয়ার। আসুন দেখে নেওয়া যাক এই মাসে কি বরাদ্দ হল আপনার কার্ডে।
RKSY-1 কার্ড থাকলে কি কি রেশন পাবেন?
RKSY-1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-এর অন্তর্ভুক্ত ব্যক্তিরা এই মাসে রেশন বাবদ জনপ্রতি ২ কেজি চাল ও ৩ কেজি গম পাবেন। তবে যদি রেশন দোখানে গমের ঘাটতি থাকে তবে গমের পরিবর্তে চাল পেয়ে যাবেন। অর্থাৎ আপনি চাইলে ৫ কেজি চাল নিয়ে নিতে পারবেন।
RKSY-2 কার্ড থাকলে কি কি রেশন পাবেন?
RKSY-2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২। এই অন্তর্ভুক্ত কার্ড হোল্ডারদের রেশনের পরিমান খুব কম। এই মাসে অর্থাৎ জুলাই মাসে উপরিউক্ত কার্ড হোল্ডাররা মাথাপিছু ১ কেজি চাল ও ১ কেজি গম পাবেন। আর গম না থাকলে সমপরিমাণ চাল নিয়ে নিতে পারেন।
আরও পড়ুনঃ কৃষি যন্ত্রপাতি কিনতে ৩ লক্ষ দেবে সরকার, কিভাবে করবেন আবেদন? জানুন পদ্ধতি
SPHH ও PHH রেশন কার্ড থাকলে কি কি পাবেন?
আপনি যদি PHH ও SPHH অর্থাৎ প্রায়োরিটি হাউস হোল্ড কিংবা স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের অন্তর্ভুক্ত হয়ে থাকেন। তবে এই মাসে আপনি কিছুটা পরিমান বেশি রেশন পেতে চলেছেন। জুলাই মাসে এই কার্ড হোল্ডারদের জন্য বরাদ্দ খাদ্যশস্য, ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গম কিংবা ২ কেজি আটা দেওয়া হবে। তবে গম বা আটার পরিবর্তে চাল নিতে পারেন। তবে মনে রাখবেন গম আর আটা একইসাথে দুটো পাবেননা। যেকোনো একটা পাবেন।
AAY রেশন কার্ড হোল্ডাররা কি কি পাবেন?
AAY অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা। এই কার্ডের অন্তর্ভুক্ত মানুষরা রাজ্যের সবচেয়ে গরিব শ্রেণীর আওতায় পড়েন। এই কার্ড হোল্ডারদের রেশনের পরিমান অনেক বেশি। এই মাসে এই কার্ড হোল্ডাররা সদস্য পিছু পাবেন ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ আটা বা ১৪ কেজি গম পাবেন। আটা অথবা গম যেকোনো একটা পাবেন। দুটো একসাথে পাবেননা। সমস্তটাই তারা বিনামূল্যে পাবেন। আর এর সাথে ১ কেজি চিনি পেতে পারেন। তবে তার জন্য অতিরিক্ত ১৩.৫০ টাকা দিতে লাগবে।