Agricultural Equipment buying scheme for Farmers: কেন্দ্র ও রাজ্য সরকার মিলে চাষীদের জন্য এক নতুন প্রকল্প চালু করেছে। ২০২৪-২৫ অর্থ বর্ষে চাষীরা যাতে বিভিন্ন যন্ত্রপাতির (Agricultural Equipment) চাহিদা মেটাতে পারে তাঁর জন্য এক অভিনব প্রকল্প চালু করল কেন্দ্র ও রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে চাষীরা তাঁদের চাষের জন্য যেমন প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারবে ঠিক তেমনি ভাড়া ও দিতে পারবে। চাষীরা এই প্রকল্পে আবেদন করলেই ভর্তুকির টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।
আমাদের দেশে বেশিরভাগ কৃষকই দরিদ্র সীমার নিচে বসবাস করে। এর ফলে কৃষিকাজ চালানো এবং কৃষিকাজের পণ্য সঠিকভাবে উৎপাদন করার জন্য যে সমস্ত সামগ্রী বা যন্ত্রপাতির (Agricultural Equipment) প্রয়োজন হয় তা কেনার সমর্থ থাকে না বেশিরভাগ কৃষকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় বার সিংহাসনে বসার পর দরিদ্র কৃষকদের কথাই সবার আগে চিন্তা ভাবনা করেছেন। কৃষকদের যাতে আর চাষ করতে কোনো অসুবিধা না হয় তাঁর জন্য নিয়ে এসেছেন এক নতুন প্রকল্প।
কি কি সুবিধা পাওয়া যাবে?
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি দেওয়া হবে। ২০২৪-২৫ অর্থবর্ষের ভিত্তিতে এই প্রকল্পের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই সরকারি পোর্টালে প্রকাশিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মোট চারটি ভাগে কৃষকদের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হবে।
- ছোট কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যত দাম তাঁর ৫০% ভর্তুকি দেওয়া হবে। সর্বাধিক ১০,০০০ টাকা।
- শক্তিচালিত যন্ত্রপাতি কেনার জন্য ৫০-৬০% ভর্তুকি দেওয়া হবে। সর্বাধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত।
- কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রজেক্ট মূল্যের ৪০% ভর্তুকি দেওয়া হবে। ন্যূনতম প্রজেক্ট মূল্য ২০ লক্ষ টাকা।
- কৃষি যন্ত্রপাতির হাব স্থাপনের জন্য ৮০% ভর্তুকি, সর্বাধিক ১০ লক্ষ টাকা দেওয়া হবে।
আরও পড়ুনঃ ৮০,০০০ টাকা দেবে সরকার! হকারদের জন্য দুর্দান্ত স্কিম পশ্চিমবঙ্গ সরকারের
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথি
- অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে আবেদন জানাতে হবে।
- আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এক কপি ছবি, অনলাইন আবেদনের প্রিন্ট কপি কৃষি দপ্তরের অফিসে গিয়ে জমা করতে হবে।
- এরপর কৃষি দফতর সমস্ত নথি যাচাই করবে।
- সমস্ত কিছু ঠিক থাকলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা জমা হবে।
আবেদনের শুরুর তারিখ
সরকারি কৃষি দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই এখন ও যারা আবেদন করেন নি শীঘ্রই আবেদন করে ফেলুন। এই প্রকল্পে টাকা পেলে যন্ত্রপাতি কিনতে পারলে কৃষিকাজে যেমন সুবিধা হবে তেমনি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবেন কৃষকেরা।
এখানেই শেষ নয় এই প্রকল্পের আওতায় মোট রাজ্যে মোট ১১০০টি কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার কেন্দ্র চালু করা হবে। যেখানে সরকার দ্বারা নির্ধারিত দামে মেশিন ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবেন কৃষকেরা।