২০০০ টাকার নোট আগেই ঘুম কেড়ে নিয়েছে বহু মানুষের। এবার টানাপোড়েন শুরু হল ৫০০ টাকার নোট নিয়েও! ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিধান্ত নিয়েছে মোদি সরকার। তার মধ্যে সবথেকে বড় সিধান্ত ছিল নোটবন্দি (Demonitisation)। ২০১৬ সালে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) ঘোষণা করেন দেশের কালো টাকার সর্বনাশ করতে বাজারে চলতি ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের সিধান্ত নেওয়া হয়েছে। সেই সময়ে তার এই সিদ্ধান্তে হৈহৈ পড়ে যায় গোটা দেশে।
চালু হয় নতুন ৫০০ ও ২০০০-এর নোট :
২০১৬ সালে দেশের দুটি সর্ববৃহৎ নোট বাতিল করা হলেও নতুনভাবে চালু করা হয় ৫০০ ও ২,০০০ টাকার নোট। এই বিষয়টি ঘিরে রাজনৈতিক বিতর্কও হয় বিস্তর। ২০২৩-এর শুরু থেকেই এই নোট ক্রমেই মানুষের হাতে আসা কমে কমে যায় ২,০০০ টোকার নোটের লেনদেনও। শেষমেষ এই নোটটিকেও বাতিল করার সিদ্ধান্তে সিলমোহর দেয় কেন্দ্র। এক ঘোষণায় বলা হয় যে আগামী ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩-এর পর দেশে আর চালু থাকবে না ২,০০০ টাকার নোট। অর্থাৎ এখন বাজারে ৫০০ টাকার নোট হল সবথেকে বড় নোট।
কী দাবি করা হচ্ছে ভাইরাল ওই খবরে?
এবার ৫০০ টাকার নোট নিয়ে একটি বিশেষ বার্তা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছিল। আর এই বিশেষ বার্তাকে দেখে মানুষের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে বাজারে একটি জাল ৫০০ টাকার নোট ছড়িয়ে পড়েছে। ভইরাল এই খবরে বলা হচ্ছে, ‘বাজারে স্টার প্রতীক দেওয়া ৫০০ টাকার নোটে ছবি ছড়িয়ে পড়েছে। সেরকম নোট ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা জাল নোট। এমনকী আজও এক খদ্দেরের থেকে এরকম দুটি-তিনটি নোট পেয়েছি। কিন্তু সতর্ক থাকায় সঙ্গে-সঙ্গে সেগুলি ফিরিয়ে দিয়েছি। ওই খদ্দেরও বলেন যে আজ সকালে তাঁকে অন্য কেউ একজন সেটা দিয়েছেন।’
PIB-র বিশেষ বার্তা :
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই মেসেজের সত্যতা যাচাই করে পিআইবি জানায়, এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো। বাজারে পাওয়া স্টার নম্বরযুক্ত ৫০০ টাকার নোটগুলি মোটেও জাল নয়। RBI ২০১৬ সালের ডিসেম্বরে এই নোটগুলি বাতিল করেছিল।
কী জানাল শীর্ষ ব্যাঙ্ক?
সম্প্রতি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই বিতর্ক উড়িয়ে দিয়েছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক সাফ জানিয়ে দিয়েছে যে এই ধরণের নোট মোটেই জাল নোট নয়। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের মুখপাত্র এবং জেনারেল ম্যানেজার যোগেশ দয়ালের জানান, ‘গত জুলাই মাসে আরবিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল, নতুন করে ছাপানো নোটগুলি চিহ্নিতকরণে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্টার’ চিহ্ন দেওয়া হয়। এর সঙ্গে আসল নকলের সম্পর্ক নেই।’
কীভাবে চিনবেন নকল টাকা?
প্রসঙ্গত ৫০০ টাকার নোট হাতে আসার আগে তা আসল কি না, তা চিহ্নিত করা খুবই জরুরি। আরবিআই নোটটি সনাক্ত করতে ১৭ টি সনাক্তকরণ চিহ্ন চিহ্নিত করেছে। এই চিহ্নগুলি দেখে আপনি ৫০০ বা ২০০০ টাকার আসল এবং জাল নোটগুলিও সনাক্ত করতে পারেন।