যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করেননি তাদের জন্য রয়েছে এক বিরাট আপডেট। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নিয়মে বলা হয়েছিল যে, ৩০ শে জুন তারিখের মধ্যে সমস্ত প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা আবশ্যক। এর পাশাপাশি আরো জানানো হয়েছিল যে, যে সমস্ত ব্যক্তিরা নির্ধারিত সময়সীমার মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিশেষ নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল যে, কোনো ব্যক্তির প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তবে তাকে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দিষ্ট জরিমানা দিয়ে আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং নিজের প্যান কার্ডটি পুনরায় কার্যকরী করতে হবে।
আর এই নির্দেশিকা জারি করার পর থেকেই আগামী দিনে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে তার জন্য কত টাকা জরিমানা দিতে হবে তা নিয়ে সমগ্র ভারতের নাগরিকদের মধ্যে নানা ধরনের আলাপ-আলোচনার সৃষ্টি হয়েছিল। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্টতই জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হয়ে গেলে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করে প্যান কার্ড নতুন করে সক্রিয় করার জন্য ১০০০ টাকার জরিমানা প্রদান করতে হবে। এক্ষেত্রে প্যান কার্ড পুনরায় সক্রিয় করার জন্য ১ মাস সময়ের প্রয়োজন হয়ে থাকে। তবে বর্তমানে এমন এক বিশেষ তথ্য প্রকাশ্যে এসেছে যার মাধ্যমে দাবি করা হয়েছে যে, যেকোনো যদি নির্ধারিত সময়ের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করেন তবে আপনাকে ৬০০০ টাকার জরিমানা দিতে হতে পারে। আর এই তথ্য প্রকাশে আসার পর থেকেই কেন ৬০০০ টাকার জরিমানা প্রয়োজন হবে তা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন সমগ্র ভারতের সাধারণ জনগণ।
আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, যে সমস্ত ব্যক্তিরা আয়কর রিটার্ন ফাইল করে থাকেন তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ৬০০০ টাকার জরিমানা দিতে হতে পারে। মূলত আয়কর দপ্তরের তরফে জারি করার তথ্য জানানো হয়েছে যে, ৩১ শে জুলাই ২০২৩ তারিখের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। এর পাশাপাশি আয়কর দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা না দিলে ৫০০০ টাকা লেট ফাইন জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ইনকাম ট্যাক্সের আওতাভুক্ত হয়ে থাকেন এবং এখনো প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে তার প্যান কার্ডটি ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আর এই প্যান কার্ড পুনরায় কার্যকরী হতে ১ মাস সময় লাগবে।
আরও পড়ুন:- প্রত্যেক মাসে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করতে চান? এই বিশেষ ফর্মুলাটি প্রয়োগ করে দেখুন।
অন্যদিকে পুরনো প্যান কার্ড নম্বর আয়কর দপ্তরের ওয়েবসাইটে গৃহীত হবে না। সুতরাং ৩১ শে জুলাই -এর মধ্যে যদি উক্ত ব্যক্তির প্যান কার্ড পুনরায় সক্রিয় না হয় তবে উক্ত ব্যক্তির প্যান কার্ড পুনরায় সক্রিয় করার জন্য ১ হাজার টাকা এবং ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার ক্ষেত্রে ৫ হাজার টাকার লেট ফাইন সহ মোট ৬ হাজার টাকা জরিমানা হিসেবে জমা করতে হবে। সুতরাং আপনিও যদি এখনো পর্যন্ত নিজের আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে যত দ্রুত সম্ভব ১০০০ টাকা জরিমানা দিয়ে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
নাগরিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য যেকোনো ভারতীয় নাগরিককেই আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/ -এ পৌঁছে যেতে হবে। এরপর উক্ত ওয়েবসাইটের হোম পেজের উপরে থাকা Login আইকনে ক্লিক করতে হবে এবং লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আপনি যদি ইতিপূর্বে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন না করে থাকেন তবে Register অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সহকারে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করা হলে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য কার্যকরী অপশনটিতে ক্লিক করুন এবং ১ হাজার টাকা জরিমানা প্রদান করার মাধ্যমে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করুন।