বর্তমান বাজারে একটা ভালো চাকরি (Job) পাওয়া স্বপ্নপূরণের পথে প্রথম পদক্ষেপের মত। সরকারি চাকরির জন্য সকলেই আশা করে থাকে, কিন্তু সর্বদা সবার জন্য সুযোগ থাকে না। বিশেষ করে যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম তাদের ক্ষেত্রে সরকারি চাকরির সুযোগ দিন দিন কমেই চলেছে। তবে এবার পুজোর শেষে মুখে হাসি ফোটানোর মোট খবর দিল ভারতীয় রেল (Indian Railway)।
দেশের বেকার ছেলে-মেয়েদের জন্য এক দুর্দান্ত খবর মিলেছে। আপনিও যদি ভারতীয় রেলে চাকরির (Indian Railway Jobs) জন্য ভেবে থাকেন, তাহলে আপনার জন্যই এই খবরটি। জানলে খুশি হবেন, ভারতীয় রেলে মাত্র এইট পাশ যোগ্যতায় বিপুল নিয়োগ হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক পদের নাম শূন্যপদ সহ আবেদনের পদ্ধতি সম্পর্কে।
ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কস এ ট্রেনি পদের জন্য নিয়োগ করা হবে। বিগত ৯ই অক্টোবর থেকেই এই পদে নিয়োগের পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মোট ২৯৫ জনকে নিয়োগ করা হবে।
কিভাবে আবেদন করবেন?
এই পদে আবেদনের জন্য পিএলডাবলু এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://plw.indianrailways.gov.in/) যেতে হবে ,সেখানেই অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১শে অক্টোবর ২০২৩।
শূন্যপদের বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যেমনটা জানা যাচ্ছে সেই অনুযায়ী শূন্যপদের বিবরণ নিম্নরুপঃ
- ইলেক্ট্রিশিয়ান – ১৪০ জন
- ডিজেল মেকানিক – ৪০ জন
- মেকানিক – ১৫ জন
- ফিটার – ৭৫ জন
- ওয়েলডার – ২৫ জন
আবেদনের জন্য যোগ্যতাঃ
ইলেক্ট্রিশিয়ান, মেশিন অপারেটর ও ফিটার পদের জন্য আবেদনকারীকে ৫০ শতাংশ নম্বর সহ অঙ্ক ও বিজ্ঞান নিয়ে দশম শ্রেণী পাশ হতে হবে। এছাড়া ইলেক্ট্রিশিয়ান পদের জন্য আইটিআই পাশ ও মেশিন ট্রেডের জন্য আইটিআই ও ফিটার পদের জন্যও আইটিআই পাশ করে থাকতে হবে।
মেকানিক ডিজেল ও মেকানিক পদের ক্ষেত্রেও আবেদনের জন্য দশমশ্রেণী বা স্বীকৃত বোর্ড থেকে সমানের কোর্স করে থাকতে হবে, সাথে আইটিআই লাগবে। তবে ওয়েল্ডার পদের জন্য ক্লাস এইট পাশ হলেই হবে, সাথে আইটিআই এর যোগ্যতা থাকতে হবে।
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স নূন্যতম ১৫ বছরের অধিক হতে হবে। মোট তিন বছরের প্রশিক্ষণ পর্ব চলবে, প্রথম বছর ৭০০০ টাকা, পরের বছর ৭৭০০ ও তৃতীয় বছর ৮০৫০ টাকা করে পাওয়া যাবে।