দেখতে দেখতে চলেই এল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোর আগেই বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট (DA Hike Update) এল সরকারের তরফ থেকে। যেখানে জানা যাচ্ছে বাকিয়ে দিয়ে মিটিয়ে দেওয়া হতে পারে। এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে হয়নি। তবে যেমনটা জানা যাচ্ছে নবরাত্রির আগেই এই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। কিন্তু কতটা বৃদ্ধি পাবে DA? এই প্রশ্নই ঘুরছে সকলের মাথায়।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মদের ৪২% হারে মহার্ঘ্য ভাতা DA দেওয়া হয়। তবে সম্প্রতি এই ডিএ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। সূত্রমতে জানা যাচ্ছে ৪২ এর বদলে ৪৫% হারে মিলবে ডিএ। অর্থাৎ ৩% বাড়তে চলেছে মহার্ঘ্য ভাতা। আবার কিছু বিশেষজ্ঞের মতে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি দেখে হয়তো ৪% বাড়িয়ে ৪৬% করা হতে পারে ডিএ।
DA Hike Calculation
তাহলে ৩% বাড়লে বা ৪ % বাড়লে কতটাকা বেশি পাবেন সরকারি কর্মচারীরা? চলুন দেখে নেওয়া যাক। যদি কারোর বেতন ৫০০০০ টাকা হয় যার মধ্যে মূল বেতন ২৫০০০ টাকা। তাহলে ওই কর্মচারী প্রতিমাসে ১০৫০০ টাকা DA পান। তবে এবার যদি ৩% DA বৃদ্ধি পায় তাহলে আরও অতিরিক্ত ৭৫০ টাকা অর্থাৎ প্রতিমাসে ১১২৫০ টাকা DA পাবেন।
আরও পড়ুনঃ রিল ভিডিও বানিয়ে ১ লক্ষ টাকা আয়! পুজোর আগে মালামাল অফার অন্য রাজ্য সরকার
একইভাবে যদি ৪% DA বৃদ্ধি পায় তাহলে বেতন যদি ৫০০০০ ও মূল বেতন যদি ২৫০০০ হয়। সেক্ষেত্রে ১০০০ টাকা অতিরিক্ত DA পাওয়া যাবে। অর্থাৎ ৩% বৃদ্ধি পেলে বছরে ৯ হাজার টাকা ও ৪% বৃদ্ধি পেলে বছরে ১২০০০ টাকা করে বেশি পাবেন সরকারি কর্মচারীরা।
প্রসঙ্গত, অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র ৪% DA বৃদ্ধির জন্য দাবি করেছিলেন। কিন্তু আদতে কি হতে চলেছে সেটা অফিসিয়াল ঘোষণা হলে তবেই জানা যাবে। অন্যদিকে এবছর যেটুকুই বৃদ্ধি পাক না কেন, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসে মহার্ঘ্যভাতা ৫০% চাপিয়ে যাবে। অর্থাৎ বেতনের অর্ধেকের থেকেও বেশি হয়ে যাবে DA।
যখনই DA বেতনের ৫০% এর বেশি হয়ে যাবে তখনই বদলে যাবে সরকারি কর্মীদের মাইনের কাঠামো। পে কমিশনের (7Th Pay Commission) নিয়ম অনুযায়ী DA যদি ৫০% এর ওপরে চলে যায়, সেক্ষেত্রে ভাতার অঙ্ক সোজাসুজি বেতনের মধ্যে জুড়ে যাবে। আর DA এর হার নেমে আসবে শূন্যে। অর্থাৎ এবছর যদি ৯০০০ টাকা ভাতা বাড়ে তাহলে সামনের বছর একলাফে ৯০০০ টাকা বেড়ে যাবে মূল বেতন।