সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই দেখা যায় রিলসের (Reels) ছড়াছড়ি। কেউ খাবার নিয়ে রিলস করছেন, কেউ ট্রেন্ডিং বিষয় নিয়ে, কেউ নাচ- গান নিয়ে, মেকআপ নিয়ে, কেউ আবার কমেডি নিয়ে। আর নেটনাগরিকরাও তা সানন্দে উপভোগ করেন। এবার এই রিলস ভিডিও করে আপনিও উপার্জন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা (Earn from Reel Video)। জেনে নিন বিস্তারিত।
টাকা উপার্জন করার জন্য মানুষ কত কিছুই না করে। প্রত্যেকটা ক্ষেত্রেই উপার্জন সম্ভব। কিন্তু এই উপার্জনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয়। অনেকে অনেক পরিশ্রম করেও উপার্জন করতে পারেনা। কারণ সেই কাজটা মনের মতো হয় না। তাই ইচ্ছাও থাকেনা কাজ করার। কিন্তু আপনাদের সামনে যদি আপনাদের পছন্দসই কাজ রাখা হয়, তাহলে কেমন হয়?
How to Earn from Reel Video ?
অনেকেই তো ভালোবাসেন রিলস বানাতে। ছোটো ছোটো রিলস ভিডিও বানিয়ে অনেকেই জনপ্রিয় হয়েছেন, আবার অনেকেই হওয়ার চেষ্টায় রয়েছেন। অনেক জনপ্রিয় রিলস মেকাররা সেখান থেকে অনেক টাকা ইতিমধ্যে উপার্জন করেও ফেলেছেন। এবার এসবের পাশাপাশি বিহার সরকার ঘোষণা করেছেন রিলস ভিডিও বানালেই পাবেন এক লক্ষ টাকা। তবে এর জন্য রয়েছে কিছু শর্ত।
আরও পড়ুনঃ EMI তে দিন Electricity Bill, জনসাধারণের জন্য দুর্দান্ত ঘোষণা বিদ্যুৎ দফতরের
বিহার রাজ্যে রয়েছে অনেক পর্যটন কেন্দ্র। সেই পর্যটন কেন্দ্রগুলির প্রচারের জন্য নয়া উদ্যোগ সরকারের। পর্যটন কেন্দ্র গুলির ভিডিও বানিয়ে মানুষজনদের আকৃষ্ট করতে হবে। সেই সব পর্যটন কেন্দ্র গুলির খাদ্য ও সংস্কৃতির থিম নিয়ে রিল ভিডিও করে পর্যটন বিভাগে পাঠাতে হবে। এই প্রতিযোগিতায় যে জিতবে সেই পাবে এক লক্ষ টাকা।
পর্যটন বিভাগের ওয়েবসাইটে গিয়ে https://tourism.bihar.gov.in/en/events/bihar-tourism-reel-making-contest নাম, জন্ম তারিখ, ঠিকানা, ই-মেইল, মোবাইল নম্বর দিতে হবে। রিলস ন্যূনতম 10 MB এবং সর্বোচ্চ 100 mb এর মধ্যে থাকতে হবে। ভিডিও 10 সেকেন্ডের কম এবং ৬০ সেকেন্ডের বেশি হলে চলবে না। ইংরেজি বা হিন্দিতে রিলসের বিবরণ দিতে হবে, সেই বিবরণ ৫০ শব্দের মধ্যে হতে হবে। কপি করলে চলবে না।