সুরাপ্রেমীদের মাথায় হাত। অনেকেই আছেন যারা কোনও পানশালায় বসে জমিয়ে মদ্যপান করতে পছন্দ করেন। আবার কিছু কিছু সুরাপ্রেমী এমনও আছেন যারা কোনও মদের দোকান (Liquor Shop) থেকে মদ কিনে এনে বাড়িতে খেতে ভালোবাসেন। এবার তাঁদের জন্য এল বড় ঘোষণা।
আপনিও কি মদের দোকান থেকে মদ কিনে এনে বাড়িতে বসে খেতে ভালোবাসেন বা তাহলে আপনার জন্য রইল জরুরী খবর। বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই খবরটি আপনার দ্রুত পড়ে ফেলা উচিত। আসলে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) এমন একটি নিয়ম এনেছে যার প্রভাব সরাসরি সুরাপ্রেমীদের ওপর পড়তে চলেছে আগামী দিনে বলে খবর।
নতুন কী নিয়ম জারি করল রাজ্য? এবার আর মদ কিনতে গিয়ে আপনি রাজ্য সরকারের চোখে ফাঁকি দিতে পারবেন না। কারণ এবার আপনি যেখান থেকেই দোকান কিংবা বার যেখান থেকেই মদ কেনা হোক না কেন আপনার কেনাকাটার সবকিছু খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবে রাজ্যের আবগারি দফতর। জানা গিয়েছে, এবার থেকে রাজ্যের মদের দোকানগুলিতে ই-পশ মেশিন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মেশিনের কারণে রিয়েল টাইম ডেটা চলে যাবে আবগারি দফতরের হাতে। মূলত নকল ও অবৈধ মত বিক্রির উপর লাগান টানতেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
বিভিন্ন ব্র্যান্ডের মদের চাহিদা কেমন হচ্ছে, উৎসবের সময় কতটা পরিমাণে মদ বিক্রি হচ্ছে, বিশেষ কোনো সময়ে মদ বিক্রি কেমন হচ্ছে তার হিসেব রাখতে মূলত এই বিশেষ মেশিন খুবই কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। আপনিও যদি কোনও মদের দোকানে মালিক হয়ে থাকেন তাহলে আপনিও এখন নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে ইপশ মেশিনটি কিনবেন?
তাহলে আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, এই ইপশ সিস্টেম আবগারি দফতরের তালিকায় যে সমস্ত ভেন্ডররা আছে তাদের কাছ থেকেই কিনতে হবে। এরপর প্রত্যেক লাইসেন্সপ্রাপ্ত মদ বিক্রেতাদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেবে রাজ্যের আবগারি দফতর।