একের পর এক সরকারি সংস্থা বেসরকারি হাতে উঠেছে। এয়ার ইন্ডিয়ার ( Air India) সম্পূর্ণ বেসরকারিকরণ থেকে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন ( Life Insurance Corporation) সবজায়গাতেই সরকারের মনোভাব স্পষ্ট। এবার রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) একটি সূত্রের খবর অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিলগ্নীকরণ (Bank Privatisation) করা হতে চলেছে। উৎসবের মাসের শেষের দিকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারে কমিটি।
ইতিমধ্যেই একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বেসরকারি হাতে ছেড়েছে কেন্দ্র। খুব কম ব্যাঙ্কেরই শেয়ার এই সময় পুরোপুরিভাবে কেন্দ্রের হাতে রয়েছে। সেই সমস্ত ব্যাঙ্কের শেয়ার এবার বেসরকারি হাতে ছাড়ার পরামর্শ দিল ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চ ( National Council of Applied Economic Research) বা NCAR-এর।
আরও পড়ুনঃ পুলিশে স্থায়ী চাকরি পাবে সিভিক ভলেন্টিয়ারেরা, বড় প্রস্তাব রাজ্য সরকারের
মূলত আইডিবিআই ব্যাঙ্ক বিলগ্নীকরণের বিষয়ে বছরখানেক ধরেই সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরে বিলগ্নীকরণের মাধ্যমে ৫১ হাজার কোটি টাকা সংগ্রহের দিকে লক্ষ্য রেখেছে কেন্দ্রীয় সরকার। যার একটি বড় অংশ আইডিবিআই ব্যাঙ্ক বিক্রি করে সরকারি কোষাগারে ঢোকার কথা। এবার সব পর্ব মিটিয়ে চূড়ান্তভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিকে (Bank Privatisation).
আইডিবিআই ব্যাঙ্কের সম্পদের মূল্যায়ন এবং কৌশলগত বিনিয়োগ করতে সাহায্য করার জন্য সরকার একটি অ্যাসেট ভ্যালুয়ার নিয়োগের কথা ভাবছে। সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক বর্তমানে বিডগুলি পরীক্ষা করছে। দরদাতাদের বিডিং প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে যেতে সরকার এবং আরবিআই থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে।
মূলত আইডিবিআই ব্যাঙ্ক কেনার বিষয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের পাশাপাশি সিএসবি ব্যাঙ্ক ও এমিরেটস এনবিডি ব্যাঙ্ক শেয়ার অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানিয়েছিল অনেক আগেই। তবে কে শেষমেশ হতে চলেছে মালিক তা জানতে হলে অপেক্ষা করতে হবে।