রিচার্জের দাম বাড়ার কারণে বেশ সমস্যায় পড়েছে আমজনতা। বর্তমান সময়ে স্মার্টফোন এবং ইন্টারনেট ছাড়া যেখানে এক পা হাঁটা জায়না সেখানে এভাবে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়াতে সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। Jio থেকে শুরু করে Airtel এবং Vi সবাই নিজের নিজের প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এতকিছুর মধ্যে BSNL একমাত্র তাদের প্ল্যানের (BSNL Recharge Plan) দাম কম রেখেছে। সারা ভারতে তাই ট্রেন্ড দেখা গিয়েছে যে, বিভিন্ন কোম্পানি থেকে সবাই BSNL এ নিজেদের সিম পোর্ট করছেন।
আজ আমরা জানাবো কোন মোবাইল অপারেটরের রিচার্জ প্ল্যানের দাম কম। উল্লেখ্য এখানে এক মাসের রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান কোনটি।
Jio : শুরুর দিকে দেশের মানুষকে Jio ইন্টারনেটের ব্যাবহার করতে শিখিয়েছিল। কিন্তু বর্তমানে জিও বেশ দামী হয়ে গিয়েছে। Jio থেকে অনেকেই তাই পোর্ট আউট করে চলে যাচ্ছেন। জিওর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান ১৮৯ টাকার। এই প্ল্যানে আপনি ২৮ দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, সাথে থাকছে মোট ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং। এছাড়া JioTV, Jio Cinema এবং Jio Cloud এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
Airtel : Airtel নিজেদের ১৭৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। বর্তমানে Airtel এর সর্বনিন্ম রিচার্জ প্ল্যানের দাম ১৯৯ টাকা। এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে , সাথে থাকছে ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং। প্রতিদিন ১০০টি করে এসএমএসও পাঠানো যাবে। এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে হেলোটিউন এবং Wynk Music এর সাবস্ক্রিপশন থাকছে।
Vi : Airtel এর মতো Vi তাদের রিচার্জ প্ল্যান ১৭৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করেছে। এই প্ল্যানও ২৮ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যায়। এখানে মোট ৩০০ টি এসএমএস পাঠাতে পারছেন আপনি।
BSNL : বর্তমানে অনেকেই রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL এ পোর্ট করছেন। BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান ১০৭ টাকার। এই প্ল্যানে ৩৫ দিনের ভ্যালিডিটি, ৩ জিবি ডেটা এবং ২০০ মিনিটের ফ্রি রোমিং পাওয়া যায়। এছাড়া BSNL এর আরেকটি প্ল্যান রয়েছে ১৪৭ টাকার। সেখানে ৩০ দিনের ভ্যালিডিটি, ১০ জিবি ডেটা এবং আনলিমিটেড কল পাওয়া যায়।