নাগরিকদের সহায়তায় বিভিন্ন রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকার বেশ কিছু উপযোগী স্কিম বা প্রকল্প (Central Government Scheme) নিয়ে আসে। এই জনমুখী প্রকল্পগুলো নানানভাবে সাহায্য করে থাকে সাধারণ মানুষকে। মূলত ভোট টানতে এই প্রকল্পগুলোর ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে নানাবিধ প্রকল্প চলতে থাকে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেমন আছে তেমনই বাংলার বুকের জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করা হয় এই নিয়ে।
একপ্রকার লক্ষ্মীর ভান্ডারের সহায়তায় বিভিন্ন ভোটে জিতে আসছে রাজ্যের শাসকদল তৃণমূল। ২০২৪ সালের ভোটের আগেই ১লা এপ্রিল থেকে মাসিক ৫০০ টাকা বাড়িয়ে ১০০০ ও ১০০০ টাকা বাড়িয়ে ১২০০ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু এবার এই প্রকল্প অতীত হতে চলেছে। কেন্দ্র সরকারের তরফে এমন এক স্কিম এসেছে যার সামনে লক্ষ্মীর ভান্ডার তুচ্ছ। মাসে ৫০০০ টাকা করে পেতে পারেন আপনি। আরো বড় কথা নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে নাম নথিভুক্ত করতে পারেন।
Atal Pension Scheme
ঘরে বসে বসেই টাকার যোগান দেয় লক্ষ্মীর ভান্ডার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প তাই জনগণের মাঝে বেশ জনপ্রিয়। কিন্তু এবার দাপট দেখাবে কেন্দ্রের নতুন যোজনা। তবে রাজ্যের প্রকল্পের সাথে কেন্দ্রের বেশ কিছু ফারাক রয়েছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে শুরু করে ২৫ বছর বয়স থেকেই। এখানে কোনো বিনিয়োগ করার প্রয়োজন পড়েনা। কিন্তু কেন্দ্রের প্রকল্পে আপনি টাকা পাবেন ৬০ বছর বয়সের পর। এখানে সামান্য বিনিয়োগও করতে হয়।
আরও পড়ুনঃ ১০০০-১২০০ অতীত, আবারও বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? জানুন সরকারের পরিকল্পনা
আজ এখানে কেন্দ্রের যে প্রকল্পের বিষয়ে আলোচনা করা হচ্ছে সেটির নাম অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। প্রত্যহ ৭ টাকা অর্থাৎ মাসে ২১০ টাকা বিনিয়োগ করলেই হবে। তাহলেই ৬০ বছর বয়সের পর থেকে মাসে ৫০০০ টাকা করে পাবেন আপনি। উল্লেখ্য, এই প্রকল্পে নাম নথিভুক্ত করার ন্যূনতম বয়স ১৮ এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স অবধি এখানে নাম নথিভুক্ত করা যায়।