ডিজিটালাইজেশনের খাতিরে বর্তমানে সমগ্র ভারত জুড়ে খাবার অর্ডার থেকে শুরু করে রান্না করার ক্ষেত্রে প্রয়োজনীয় সবজি, এমনকি মশলা পর্যন্ত স্মার্ট ফোন এবং নানাবিধ অ্যাপের মাধ্যমে অর্ডার করা সম্ভব। শুধুমাত্র এই সকল দ্রব্যগুলি নয় বর্তমানে নানাবিধ অ্যাপের মারফত সাধারণ জনগণ জামাকাপড় থেকে শুরু করে নানা ধরনের যন্ত্র পর্যন্ত বাড়িতে বসেই হাতের মুঠোয় পেয়ে থাকেন। ফলে সাধারণ মানুষের সুবিধা বেড়েছে বই কমেনি। আর এর ফলে গ্যাস বুকিং -এর ক্ষেত্রেও এক বিশেষ পদ্ধতি কার্যকর করা হয়েছে। এতদিন পর্যন্ত গ্রাহকরা শুধুমাত্র ফোন কলের মাধ্যমে নিজেদের গ্যাস বুক করতে পারতেন কিন্তু বর্তমানে গ্যাস এজেন্সিগুলির তরফে এমন এক বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়েছে যার সাহায্যে ভারতীয় গ্রাহকরা কোনরকম সমস্যা ছাড়াই শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের গ্যাস বুকিং -এর প্রক্রিয়াটি করে নিতে পারবেন।
কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করতে পারবেন:-
হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং -এর প্রক্রিয়া সম্পর্কে জানানোর পূর্বে সমগ্র দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, ভারতের উল্লেখযোগ্য গ্যাস এজেন্সিগুলির মারফত গ্যাস বুকিং করার ক্ষেত্রে নানা ধরনের নম্বর এবং পদ্ধতি কার্যকর করা হয়েছে। সুতরাং হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং -এর ক্ষেত্রে আপনাকে আপনার গ্যাস এজেন্সির নির্দিষ্ট নম্বরে মেসেজ করতে হবে, তবেই আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করতে পারবেন।
১. Indane Gas -এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং -এর উপায়:-
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্ডিয়ান গ্যাস বুকিং করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে 7588888824 নম্বরটি নিজের ফোনে সেভ করে নিতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে উক্ত নম্বরে REFILL লিখে মেসেজ করতে হবে, তাহলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং -এর প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এরপর আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ -এর মাধ্যমে অনলাইন পেমেন্টের লিংক পাঠানো হবে। আপনি চাইলে এই লিংকে ক্লিক করার মাধ্যমে গ্যাস বুকিং -এর ক্ষেত্রে প্রয়োজনীয় টাকা প্রদান করতে পারবেন। এক্ষেত্রে গ্যাস রিসিভ করার সময় আপনাকে আলাদা করে কোন টাকা কিংবা ডেলিভারি চার্জ দিতে হবে না। এছাড়া আপনি গ্যাস রিসিভের পরও পেমেন্ট করতে পারবেন, এক্ষেত্রে অনলাইন পেমেন্টের কোন বাধ্যবাধকতা নেই।
২. HP GAS -এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং -এর উপায়:-
যে সমস্ত ব্যক্তিদের HP গ্যাস রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং -এর ক্ষেত্রে তারা নিজের ফোনে ৯২২২২ ০১১২২ নম্বরটি সেভ করে নেবেন এবং নিজস্ব রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে উক্ত নম্বরটিতে HI লিখে পাঠাবেন। উপরোক্ত নম্বরে মেসেজ করলেই HP -এর তরফে আপনাকে একটি মেসেজ পাঠানো হবে এবং তাতে গ্যাস বুকিং থেকে স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে প্রয়োজনীয় অপশনগুলি উল্লেখ করা থাকবে। এরপর উক্ত নম্বরে পুনরায় BOOK লিখে মেসেজ করলে গ্যাস বুকিংয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আরও পড়ুন:- আপনার বাড়ির খুদে সদস্যের নীল আধার কার্ডের জন্য আবেদন করুন। জানুন পদ্ধতি।
৩. Bharat Gas -এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং -এর উপায়:-
হোয়াটসঅ্যাপের মাধ্যমে Bharat Gas -এর গ্যাস বুকিং -এর ক্ষেত্রে আপনাকে প্রথমেই ভারত গ্যাসের কর্তৃপক্ষের তরফে কার্যকরী হোয়াটসঅ্যাপ নম্বর (১৮০০২২৪৩৪৪) টি নিজের ফোনে সেভ করে নিতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে উক্ত নম্বরে HI লিখে মেসেজ করলেই আপনার মেসেজের উত্তরে একটি মেসেজ পাঠানো হবে যাতে আপনি আপনার ভাষা সংক্রান্ত অপশন পেয়ে যাবেন। পরবর্তীতে নিজের পছন্দসই ভাষা নির্বাচন করে নিতে হবে। এক্ষেত্রে ইংরেজির জন্য 1 এবং হিন্দির জন্য 2 লিখে মেসেজ করতে হবে। এরপর আপনার পছন্দসই ভাষা অনুসারে আপনার কাছে একটি মেসেজ আসবে যাতে আপনি গ্যাস বুকিং থেকে শুরু করে স্ট্যাটাস চেক পর্যন্ত নানা ধরনের অপশন দেখতে পাবেন। এরপর সিলিন্ডার বুকিং -এর জন্য আপনাকে পুনরায় 1 লিখে মেসেজ করতে হবে, তাহলেই আপনার সিলিন্ডার বুকিং -এর প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
গ্রাহকদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি যে, শুধুমাত্র গ্যাস বুকিং নয়, উপরোক্ত সবকটি গ্যাস এজেন্সির হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনি গ্যাস সিলিন্ডার বুকিং -এর স্ট্যাটাস, সাবসিডি সহ গ্যাস বুকিং সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি চেক করার সুবিধা পাবেন।
আর কোন উপায়ে গ্যাস বুকিং করা সম্ভব?
বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বিভিন্ন গ্যাস এজেন্সির তরফে যে সমস্ত অ্যাপগুলি কার্যকর করা হয়েছে তার মাধ্যমেও গ্রাহকরা বাড়িতে বসে নিজেদের গ্যাস সিলিন্ডার বুকিং -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এছাড়াও Google Pay, PhonepPe, Paytm -এর মত অনলাইন পেমেন্ট অ্যাপগুলির মাধ্যমে আপনারা নিজস্ব গ্যাস বুকিং -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপ সমগ্র ভারত তথা সারা বিশ্বের সাধারণ জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আর তাই এই প্লাটফর্মকে কাজে লাগিয়ে গ্যাস বুকিং -এর প্রক্রিয়া কার্যকর করা হয়েছে এই সমস্ত গ্যাস এজেন্সিগুলির তরফে। এছাড়াও অনেক মানুষই এখনো পর্যন্ত ইউপিআই পেমেন্ট অ্যাপ কিংবা গ্যাস এজেন্সিগুলির তরফে কার্যকর অ্যাপগুলি ব্যবহার করার মাধ্যমে গ্যাস বুকিং করার প্রক্রিয়া সম্পর্কে অবগত নন। তবে হোয়াটসঅ্যাপ একটি যথেষ্ট জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হওয়ায় কমবেশি সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে জানেন। আর তাই এই সমস্ত গ্যাস এজেন্সিগুলির তরফে গ্যাস বুকিং -এর সরলতম মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপকেই বেছে নেওয়া হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে।