সমগ্র দেশের নাগরিকদের জন্য আধার কার্ড কার্যকরী হওয়ার পর থেকেই সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের বিভিন্ন কাজের জন্য আধার কার্ডের গুরুত্ব ক্রমাগত হারে বৃদ্ধি পেয়েছে। তবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেই যে আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে তা নয়, শিশুদের স্কুলে ভর্তি করা থেকে শুরু করে স্কুল সংক্রান্ত অন্যান্য কাজের ক্ষেত্রেও আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে। আর তাই শিশুদের আধার কার্ড সংক্রান্ত সমস্যাগুলি মীমাংসার জন্য UIDAI -এর তরফে শিশুদের জন্য এক বিশেষ ধরনের আধার কার্ড কার্যকর করা হয়েছে। UIDAI -এর তরফে শুধুমাত্র শিশুদের জন্য কার্যকর এই আধার কার্ডটি নীল আধার কার্ড নামে বিশেষ পরিচিতি পেয়েছে। ইতিমধ্যেই শিশুদের জন্য জারি করা এই বিশেষ ধরনের আধার কার্ড সমগ্র ভারতের নাগরিকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। আর তাই আজকের এই পোস্টে আমরা শিশুদের জন্য কার্যকরী সম্পর্কে সমস্ত প্রকার তথ্য নিয়ে হাজির হয়েছি।
নীল আধার কার্ড কি?
UIDAI -এর তরফে সদ্যোজাত শিশু থেকে শুরু করে ৫ বছরের কমবয়সী শিশুদের জন্য বিশেষভাবে নীল আধার কার্ড কার্যকর করা হয়েছে। এই আধার কার্ডগুলিকে চাইল্ড আধার কার্ড নামেও অভিহিত করা হয়ে থাকে। নীল আধার কার্ডগুলিতে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতই ১২ ডিজিটের আধার নম্বর থাকলেও এই আধার কার্ডগুলি তৈরি করার ক্ষেত্রে শিশুর আইরিশ এবং আঙ্গুলের ছাপ স্ক্যান করার কোনো প্রয়োজন হয় না। চাইল্ড আধার কার্ডটিকে অন্য আধার কার্ডের থেকে পৃথক করার জন্য এই কার্ডটির রং নীল করা হয়েছে, আর তাই এই কার্ডটি সমগ্র দেশের সাধারণ জনগণের মধ্যে এটি নীল আধার কার্ড নামেই পরিচিত। সাধারণ জনগণের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি যে, শিশুর বয়স পাঁচ বছর হয়ে গেলেই এই কার্ডটিকে আপডেট করতে হয়। এক্ষেত্রে শিশুর হাতের আঙ্গুলের স্ক্যান এবং আইরিশ স্ক্যান করার প্রয়োজন হয়ে থাকে। এছাড়া শিশুর ছবিও প্রয়োজন হয়ে থাকে। শিশুর বয়স ৫ বছরের বেশি হয়ে গেলেও যদি নীল আধার কার্ডটিকে আপডেট না করা হয় তবে এই আধার কার্ডটি কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং এটিকে অবৈধ হিসেবে গণ্য করা হবে।
নীল আধার কার্ডের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া:-
UIDAI -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, শিশুদের নীল আধার কার্ড তৈরি করার জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে, এই আধার সেবা কেন্দ্র থেকেই আপনি আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। তবে আপনার বাড়ির নিকটবর্তী থেকে আধার সেবা কেন্দ্র থেকে যেকোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে। যদিও আধার কার্ড সংক্রান্ত কাজ বাড়ি থেকে না করা গেলেও আধার কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং -এর কাজ আপনি বাড়ি থেকেই করতে পারবেন। চলুন তবে জেনে নেয়া যাক কিভাবে বাড়িতে বসে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন:-
আরও পড়ুন:- পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে ১০০ টাকা বিনিয়োগ করে পেয়ে যান কয়েক লক্ষ টাকা পর্যন্ত।
১. চাইল্ড আধার কার্ডের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আপনাকে প্রথমেই UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ যেতে হবে।
২. ওয়েবসাইটের হোম পেইজে থাকা Get Aadhaar অপশনের আওতাধীন Book an Appointment অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Book an Appointment at Registrar Run Aadhaar Seva Kendra অপশনের অধীনস্থ PROCEED TO BOOK APPOINTMENT অপশনে ক্লিক করুন।
৩. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার মোবাইল নম্বর অথবা ইমেইল এড্রেস সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করতে হবে এবং SEND OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেইল এড্রেসে আসা OTP টি সঠিক স্থানে সঠিকভাবে লিখে OTP ভেরিফিকেশন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করার মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৪. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি যে শিশুটির নীল আধার কার্ডের জন্য আবেদন জানাতে চাইছেন তার নাম, জন্ম তারিখ, জেন্ডার, RESIDENT TYPE সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং নিচে থাকা Save and Proceed অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে RESIDENT TYPE অপশনের অধীনে আপনি INDIAN RESIDENT এবং NON RESIDENT INDIAN নামক দুটি অপশন পাবেন। শিশুর পরিবার যদি ভারতের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবে INDIAN RESIDENT অপশনটি নির্বাচন করবেন এবং ভারতের স্থায়ী বাসিন্দা না হলে NON RESIDENT INDIAN অপশনটি নির্বাচন করবেন।
৫. পরবর্তী পেইজে আপনার সামনে পুনরায় দুটি অপশন আসবে। এক্ষেত্রে আবেদনকারীর (শিশুর ক্ষেত্রে পিতা/মাতার) যদি নিজস্ব ফটো আইডেন্টিটি প্রুফ থেকে থাকে তবে আপনি I have valid documents as proof of identity and proof of address অপশনে ক্লিক করবেন। অন্যদিকে যদি নিজস্ব ফটো আইডেন্টিটিভ প্রুফ না থেকে থাকে তবে I want to enroll with my relative’s aadhaar number or EID and I have a valid proof of ralationship document এ ক্লিক করবেন। যেহেতু অধিকাংশ ভারতীয় নাগরিকেরই আধার কার্ড ছাড়া অন্যান্য ফটো আইডেন্টিটি প্রুফ রয়েছে তাই I have valid documents as proof of identity and proof of address অপশনটি নির্বাচন করাই শ্রেয়।
৬. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে শিশুর পিতার নাম এবং ঠিকানা সম্পর্কিত সমস্ত প্রকার তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। তারপর আবেদনকারীর কন্টাক্ট ডিটেলস নির্ভুলভাবে পূরণ করুন এবং তিনি কোন কোন ডকুমেন্ট পেশ করতে পারবেন তা সঠিকভাবে নির্বাচন করে নিন। সবশেষে উক্ত পেজে থাকা Save and Proceed অপশনে ক্লিক করুন।
৭. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে সমগ্র ফর্মটির একটি প্রিভিউ চলে আসবে। সমস্ত তথ্য ঠিক থাকলে নিচে থাকা টার্মস এন্ড কন্ডিশনের বক্সে ক্লিক করে Submit অপশনে ক্লিক করুন।
৮. সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা ডাউনলোড অপশন এ ক্লিক করে আপনার Acknowledgement Receipt টি ডাউনলোড করে নিন। এরপর Book Apointment অপশনে ক্লিক করে আপনার পছন্দ সই তারিখ এবং সময় অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন।
এরপর নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আপনাকে উক্ত আধার সেন্টারে উপস্থিত হতে হবে। এরপর আধার সেন্টারের কর্তৃপক্ষের সাহায্যেই আপনি আপনার সন্তানের নীল আধার কার্ডটি তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তা হল:-
জন্ম তারিখের প্রমাণপত্র
ফটো আইডেন্টিটি প্রুফ
স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
শিশুর পিতা অথবা মাতার আধার কার্ড
Acknowledgement Receipt