নবমীর দিনেই গ্যাসের (Gas) দামে বদলের খবর এল বাজারে। তবে প্রথমেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন সাধারণ গৃহস্থরা। কারণ যাঁরা ঘরে রান্নার জন্য সিলিন্ডার ব্যবহার করেন, তাঁদের খরচে কোনও নতুন চাপ আসছে না। কিন্তু উৎসবের মরশুমে হোটেল-রেস্তোরাঁ চালানো মালিকদের সামনে বাড়তি বোঝা তৈরি হতে চলেছে।
বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি
তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, ১ অক্টোবর থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এই সিলিন্ডারই ব্যবহৃত হয় অধিকাংশ খাবারের দোকান, রেস্তোরাঁ বা হোটেলে। এবার সেই দাম বেড়েছে গড়ে ১৫ থেকে ১৬ টাকা। ফলত উৎসবের ভিড় সামাল দিতে যাঁরা ব্যবসা চালাচ্ছেন, তাঁদের খরচ কিছুটা বাড়বে।
নতুন দামের হিসাবও স্পষ্ট হয়ে গিয়েছে। দিল্লিতে যেখানে আগে এই সিলিন্ডারের মূল্য ছিল ১,৫৮০ টাকা, তা বেড়ে দাঁড়াল ১,৫৯৫.৫০ টায়। কলকাতায় নতুন দাম হয়েছে ১,৭০০ টাকা; যা গত মাসে ছিল ১,৬৮৪ টাকা। মুম্বইতে দাম বেড়ে হয়েছে ১,৫৪৭ টাকা, আর চেন্নাইতে তা পৌঁছেছে ১,৭৫৪ টাকায়। চলতি অর্থবর্ষে এটাই প্রথমবার, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হল। এর আগে টানা ছ’মাস ধরে বরং দাম কমানো হয়েছিল।
গার্হস্থ্য সিলিন্ডারে স্বস্তি
অন্যদিকে, ১৪.২ কেজি ওজনের ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। রাজধানী দিল্লিতে এখনও এর মূল্য ৮৫৩ টাকা, যা সর্বশেষ সংশোধিত হয়েছিল এপ্রিলের শুরুতে। দেশের বিভিন্ন প্রান্তে এই দাম ৮৫০ থেকে ৯৬০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তাই আপাতত রান্নাঘরের খরচে অতিরিক্ত চাপ নেই।
উজ্জ্বলা সংযোগে বড় ঘোষণা
এমন অবস্থায় কেন্দ্রীয় সরকার নবরাত্রির শুরুতেই সাধারণ মানুষের জন্য নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আরও ২৫ লক্ষ পরিবারকে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে। বর্তমানে দেশে সক্রিয় উজ্জ্বলা সংযোগের সংখ্যা ১০৩.৫ মিলিয়ন। নতুন বরাদ্দ কার্যকর হলে সেই সংখ্যা পৌঁছবে ১০৬ মিলিয়নে। প্রতিটি নতুন সংযোগের জন্য সরকার ব্যয় করবে প্রায় ২,০৫০ টাকা।
প্রভাব সাধারণের জীবনে
যদিও গৃহস্থ ঘরে খরচ বাড়ছে না, তবে রেস্তোরাঁ মালিকদের ক্ষেত্রে দামের বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে পারে গ্রাহকের পকেটে। উৎসবের দিনে বাইরে খাওয়া কিছুটা ব্যয়বহুল হয়ে যেতে পারে। ফলে নবমীর এই ঘোষণায় সাধারণ মানুষ যেমন স্বস্তি পেলেন, তেমনই হতাশ হলেন ব্যবসায়ী মহলের এক বড় অংশ।