দেখতে দেখতে চলেই এল পুজো, এবার সন্ধ্যে নামলেই জনস্রোত দেখা যাবে চারিদিকে। প্যান্ডেল হপিং থেকে জমিয়ে খাওয়া দাওয়া চলবে ষষ্ঠী থেকে দশমী রোজ। এরই মাঝে পূর্ব ভারতীয় রেল (East Indian Rail) শারদীয়ার এই বিশেষ উপলক্ষে ভিড় এড়াতে ১৮টি স্পেশাল ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নিলো।
শিয়ালদা(Sealdah) ডিভিশনে (Division) চলবে বিশেষ কিছু ট্রেন। ইতিমধ্যে পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা-রানাঘাট শাখা, শিয়ালদা-কল্যাণী শাখা, শিয়ালদা-বনগাঁ শাখা, শিয়ালদা-ডানকুনি শাখা, শিয়ালদা-বারুইপুর শাখা এবং শিয়ালদা-বজবজ শাখায় একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানো হবে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত।
শিয়ালদহ – রানাঘাট লোকাল শিয়ালদহ থেকে রাত ১২.৪০ ছেড়ে যাচ্ছে এবং রানাঘাট থেকে ১১:৪৫ ছেড়ে যাচ্ছে। শিয়ালদহ – কল্যাণী লোকাল শিয়ালদহ থেকে রাত ০২:৩০ টায় এবং ০১:৩০ টায় ছেড়ে যাচ্ছে। এবং ১২:১০ এবং ৩.০০ কল্যাণী থেকে ছেড়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ মাত্র ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার! পুজোর আগেই বড়সড় চমক রাজ্যবাসীর জন্য
কল্যাণী-শিয়ালদা লোকাল রাত ১২ টা ১০ এবং রাত ৩ টেয় ছাড়বে কল্যাণী থেকে। রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-বনগাঁ লোকাল এবং রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ-শিয়ালদা লোকাল বনগাঁ থেকে ছাড়বে। শিয়ালদা-ডানকুনি লোকাল রাত ১১ টা ৩০ মিনিটে ছাড়বে শিয়ালদা থেকে এবং ডানকুনি-শিয়ালদা লোকাল রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে রওনা দেবে।
শিয়ালদা-বারুইপুর লোকাল স্পেশাল ট্রেন দুপুর ৩ টে ২০ মিনিটে, রাত ১২ টা ৩০ মিনিটে, রাত ২ টো ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারুইপুর-শিয়ালদা লোকাল বিকেল ৪ টে ৩৮ মিনিটে , রাত ১ টা ২৫ মিনিটে, রাত ৩ টে ১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। শিয়ালদা-বজবজ লোকাল শিয়ালদা থেকে রাত ১১ টা ৩০ মিনিটে এবং বজবজ-শিয়ালদা লোকাল বজবজ থেকে রাত ১২ টা ৩০ মিনিটে ছাড়বে।