বছরের পর বছর ধরে জি বাংলায় (Zee Bangla) ‘সারেগামাপা’ মানেই বাঙালির ঘরে-ঘরে রবিবারের বিশেষ আসর। কিন্তু এবারের মৌসুমে থাকছে একগুচ্ছ চমক। সবচেয়ে বড় চমক—সুরকার-সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় এবার প্রথমবার বসছেন বিচারকের আসনে। শোনা যায়, এর আগে তিনি নাকি বিচারকের আসনে বসার ইচ্ছা প্রকাশ করেছিলেন । তাই এবার যে তাঁর মনের খেদ মিটল, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।
মোট ৯ জন বিচারক
এবার বিচারকদের সংখ্যা একেবারে বেড়ে হয়েছে নয়।
তালিকায় রয়েছেন—
জিৎ গঙ্গোপাধ্যায়
শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
লোপামুদ্রা মিত্র
শান্তনু মৈত্র
রূপম ইসলাম
রূপঙ্কর বাগচী
জোজো মুখোপাধ্যায়
কৌশিকী চক্রবর্তী
অন্তরা মিত্র
শোয়ের পরিচালক অভিজিৎ সেন জানালেন, এইবারের পর্ব আরও বেশি কড়া পরীক্ষা নিতে চলেছে। কারণ, নয়জন বিচারককে সন্তুষ্ট করতে পারলে তবেই প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে যেতে পারবেন।
কিন্তু চমকের এখানেই শেষ নয়। কারণ এ বার দর্শকরা চিরচেনা মুখ ইমন চক্রবর্তীকেআর বিচারকের আসনে দেখতে পাবেন না। প্রতি বার ইমনকে বাদ দিয়েই শুরু হওয়া যেন কল্পনাতীত ছিল, তাই এই অনুপস্থিতিই এখন বড় আলোচনার বিষয়।
প্রতিযোগীদের বাড়তি হাতিয়ার
তবে এবার শুধু গলা দিয়েই নয়, এখনকার প্রতিযোগীরা অনেকেই গান পাশাপাশি বাজনায়ও দক্ষ। কেউ বাজাচ্ছেন হারমোনিয়াম, কেউ বা গিটার, আবার কেউ একসঙ্গে গান ও যন্ত্রসঙ্গীত সামলাচ্ছেন। যা এই প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন করে তুলছে।
বিশেষ মহালয়া পর্ব
বাঙালির ক্যালেন্ডারে মহালয়া মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। সেই দিন দর্শকের জন্য থাকছে বিশেষ এপিসোড। এই অংশে অতিথি বিচারক হিসেবে থাকবেন কিংবদন্তি ক্লাসিকাল শিল্পী হৈমন্তী শুক্ল এবং বিখ্যাত তবলিয়া জাকির হোসেনের ভাই তৌফিক কুরেশি। এ ছাড়া মহালয়া উপলক্ষে তৈরি হয়েছে একটি বিশেষ গানও।
শুটিং চলছে জোর কদমে
প্রতিযোগিতার রেকর্ডিং এখন চলছেই। সপ্তাহে চার দিন ধরে চলছে টানা শিডিউল। ইতিমধ্যেই বিচারকরা শুনে ফেলেছেন ১৪ জন নতুন প্রতিযোগীর গান।
সব মিলিয়ে, এবারের ‘সারেগামাপা’ শুধু গান নয়, দর্শকদের জন্য অপেক্ষা করছে নতুন বিচারক আর নতুন নিয়ম নিয়ে।