পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফ থেকে রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার পর থেকে একে একে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীর ভান্ডান্ডেরের মত একাধিক প্রকল্প চালু করেছেন যা সাধারণ মানুষের জীবন কিছুটা উন্নত করেছে। প্রায় ৫০টির মত প্রকল্প বর্তমানে চালু রয়েছে রাজ্য সরকারের।
সরকারি এই প্রকল্পগুলির মধ্যমে প্রচুর সংখ্যক মানুষকে সোজাসুজিভাবে অর্থ সাহায্যে করা হয়। শুধুমাত্র লক্ষীর ভান্ডার প্রকল্পেই বাংলার কয়েক কোটি মহিলারা প্রতিমাসে ৫০০-১০০০ টাকা করে পাচ্ছেন। তবে এবার আরও একটি সুখবর মিলল একসময় বন্ধ হয়ে যাওয়া এক প্রকল্প আবারও চালু হচ্ছে।
বিগত ৫ বছর আগে এক বিশেষ ভাতা দেওয়া হত, যা পরে বন্ধ হয়ে যায়। তবে এবার রাজ্য সরকারের উদ্যোগে সেই প্রকল্প আবারও চালু হতে চলেছে ৫ বছর পর। এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে মাসে মাসে ১০০০ টাকা করে ভাতা পাওয়া যাবে। কি সেই প্রকল্প? কিভাবে আবেদন করা হবে? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
আরও পড়ুনঃ থাকা খাওয়া থেকে টিউশনি পাওয়া যাবে পড়াশোনার সব খরচ, আজই অ্যাপ্লাই করুন এই স্কলারশিপে
প্রকল্পটির নাম হল লোক প্রসার প্রকল্প (Lok Prasar Scheme) । ২০১৪ সালে প্রথম এই প্রকল্প চালু হয়েছিল, যা রাজ্যের শিল্পীদের মাসিক ১০০০ টাকা করে অর্থ সাহায্য করত। কিন্তু ২০১৭ সালে আচমকাই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। কিন্তু এবার এই প্রকল্পটিকে আবারো চালু করা হচ্ছে। যেখানে শিল্পীদের ১০০০ টাকা করে অর্থ সাহায্য করা হবে।
এই প্রকল্প চালু হলে ৬০ বছরের পেরিয়ে গেলে শিল্পীরা আবেদন করতে পারবেন। এতে করে রাজ্যের বহু শিল্পীরা উপকৃত হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়ে গিয়েছে জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের কাছে। আশা করা যাচ্ছে, পুজোর আগেই হয়তো সুখবর মিলবে।