হাতে গোনা কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই শপিং, জামাকাপড় থেকে নতুন মোবাইল প্রত্যেকেই কমবেশি কেনাকাটা করেন। তাই এই সময়েই অনলাইন শপিং প্লাটফর্ম Flipkart এ বিশেষ অফার Flipkart Big Billion Day সেল চালু হয়। প্রতিবছরের মত এবারেও চালু হতে চলেছে এই সেল। ইতিমধ্যেই তার ইঙ্গিত মিলেছে ওয়েবসাইটে।
আসন্ন এই সেলে সবচাইতে কমদামে পাওয়া যাবে স্মার্ট ফোন। এছাড়াও ৫০-৮০% ছাড় পাওয়া যাবে ইলেক্ট্রনিক্স ও ল্যাপটপ সামগ্রী। এছাড়াও আরও অনেক কিছুই থাকছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে আসন্ন সেলের সেরা কিছু অফার সম্পর্কে আপনাদের জানাবো।
Flipkart Big Billion Day সেলে কি অফার থাকছে?
Flipkart Big Billion Day Mobile Offers : ইতিমধ্যেই ফিল্পকার্টের ওয়েবসাইটে বিগ বিলিয়ন ডে এর ব্যানার দেখা যাচ্ছে। যেখানে সবচেয়ে কমদামে দুর্দান্ত সমস্ত ফোন পাওয়া যাবে বলা হচ্ছে। এর মধ্যে রয়েছে Samsung Galaxy S21 FE 5G থেকে শুরু করে iPhone এর বিভিন্ন মডেল। এছাড়াও Redmi, Poco, Oppo এর ফোনের ওপরেও থাকবে আকর্ষণীয় অফার। যেমনটা জানা যাচ্ছে Samsung, Realme এর ওপর ৩-৬ অক্টবর অফার চলবে। এরপর Poco ও Oppo এর ফোনের ওপর অফার থাকবে ৮ই অক্টবর।
Flipkart Big Billion Day Laptop & Accessories Offer : বর্তমানে কাজের সিংহভাগই হয় ল্যাপটপ বা ডেস্কটপে। তাই যদি কেউ নতুন ল্যাপটপ নেওয়ার কথা ভাবছেন বা পুরোনো ল্যাপটপ আপগ্রেড করার কথা ভাবছেন তাহলে তাদের জন্য সুখবর। দুর্দান্ত অফার আঁচে ফ্লিপকার্ট যেখানে ৫০-৮০% ছাড় পাওয়া যাবে।
Flipkart Big Billion Day Offers : টিভি, ফ্রিজ থেকে ওয়াশিং মেশিনেও একাধিক আকর্ষণীয় অফার থাকছে। যেখানে ৮০% পর্যন্ত কমে পাওয়া যাবে ঘরোয়া ইলেকট্রনিক্সের জিনিস। মাত্র ২৯৯ টাকা থেকে শুরু হতে পারে ইলেকট্রিক কেটলির মত জিনিস। এই সমস্ত অফার ছাড়াও রাশ হওয়ার থেকে সুপার ভ্যালু কম্বো এর মত সময় বাম্পার অফার থাকবে।