মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দেওয়ার পর থেকেই অনেকে সরকারি চাকরি করার স্বপ্ন দেখেন। কারোর পছন্দ রাজ্য সরকার তো কারোর পছন্দ কেন্দ্রীয় সরকার। সম্প্রতি চাকুরীপ্রার্থীদের জন্য এক দারুন খবর মিলেছে। পশ্চিমবং পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে ও কিভাবে আবেদন করা যাবে? আজকের এই প্রতিবেদনে সেই বিষয়েই বিস্তারিত জানাবো।
যেমনটা জানা যাচ্ছে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদের জন্য নিয়োগ করা হবে। এই পদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ৩০০ টি। তবে মোট শূন্যপদের মধ্যে SC,ST,OBC ও EWS ক্যাটেগরির জন্য সংরক্ষণ থাকবে।
WBPSC Recruitment Notice No-06/2023
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশই পশ্চিমবঙ্গের একজন রেজিস্টার্ড চিকিৎসক হতে হবে। এছাড়াও প্রার্থীকে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ এর তৃতীয় তফসিলের প্রথম বা দ্বিতীয় তফসিল এর অন্তর্ভুক্ত হবে হবে।
আরও পড়ুনঃ DA Hike: পুজোর আগেই পকেট গরম, বকেয়া DA নিয়ে সুখবর দিল সরকার
প্রার্থীদের বয়সসীমাঃ এই পদে আবেদন করার জন্য আবেদনকারি প্রার্থীর বয়স ১ লা জানুয়ারি ২০২৩ তারিখে ৩৬বহকার হতে হবে। স্নাতকোত্তর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধসীমা ৪০ বছর পর্যন্ত।
WBPSC General Duty Medical Officer পদের বেতনঃ এই পদে পশ্চিমবঙ্গের পে কমিশনের পে লেভেল-১৬ অনুযায়ী ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেয়া হবে।
WBPSC Recruitment 2023 এ কিভাবে আবেদন করবেন?
- এর জন্য প্রথমে আপনাকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। যদি আগে রেজিস্টার করে থাকেন তাহলে লাগবে না।
- রেজিস্ট্রেশনের সময় সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আবেদনের ফর্ম ফিলআপ করা যাবে।
- আবেদনের ফর্ম ফিলআপ সঠিক ভাবে করার পর ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে ও শেষে ফর্ম সাবমিট করে দিতে হবে।
- ফর্ম সাবমিট করার পর আবেদন ফি বাবদ ২১০ টাকা জমা করতে হবে। অনলাইনের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন বা অফলাইনে ব্যাঙ্কের মাধ্যমেও ফি প্রদান করতে পারেন।
- তবে খেয়াল রাখতে হবে আবেদনের শেষ তারিখ ১২ অক্টবর ২০২৩।