যে সমস্ত যুবক যুবতীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরে নিয়োগের (WB Health Recruitment 2023) বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ও জাতীয় স্বাস্থ্য মিশন এর অন্তর্গত উঃ ২৪ পরগণা জেলার CMOH দফতর থেকে এই কর্মী নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন? কোথায় করতে হবে? সমস্ত কিছু বিস্তারিত দেওয়া হল এই প্রতিবেদনে।
সরকারি চাকরির আসা প্রতিটা যুবক-যুবতীর মধ্যেই থাকে। তবে অনেক সময় সঠিক কাজের খোঁজ না মেলায় নিয়োগের সুযোগ হাতছাড়া হয়ে যায়। তবে চিন্তা আজ স্বাস্থ্য দফতরে চাকরির এক সুবর্ণ খোঁজ নিয়ে হাজির হয়েছি। মোট ৭৬২ জন কর্মী নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নামঃ যেহেতু বিপুল সংখ্যক নিয়োগ করা হবে। তাই একাধিক পদে নিয়োগ হবে, নিচে নিয়োগের সমস্ত পদের নাম দেওয়া হল।
১. কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট
২. ব্লক এপিডেমিওলজিস্ট
৩. ব্লক পাবলিক হেলথ ম্যানেজার
৪. ব্লক ডাটা ম্যানেজার
৫. স্টাফ নার্স
৬. স্পেশালিস্ট
৭. মেডিক্যাল অফিসার
প্রার্থীদের বয়স সীমাঃ এই নিয়োগের ক্ষেত্রে নূন্যতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত হতে হবে। তবে SC, ST, OBC ও EWS প্রার্থীদের কিছু ছাড় দেওয়া হবে। তবে সব ক্ষেত্রে বয়সের উর্দ্ধসীমা সমান নয়। এর জন্য নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক দেওয়া আছে। সেখানে থেকে নিজের পছন্দ মত পদের বয়সসীমা দেখে নিতে হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশেই মিলবে চাকরি, আশাকর্মী পদে নিয়োগ, রইল আবেদন পদ্ধতি
বেতন : নূন্যতম ১৩০০০ থেকে সর্বোচ্চ ৭০০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে পদ ভিত্তিক বেতন কাঠামো পাল্টে যাবে। এর জন্য নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক দেওয়া আছে। সেখানে থেকে নিজের পছন্দ মত পদের বেতন কাঠামো দেখে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে নূন্যতম ANM বা GNM কোর্স করে থাকতে হবে কোনো একটি পশ্চিমবঙ্গ নার্সিং বোর্ডের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এছাড়াও নার্সিং PG থেকে শুরু করে MBBS ও আরও একাধিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে। বিভিন্ন পদের ক্ষেত্রে যোগ্যতা ভিন্ন। নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক দেওয়া আছে। সেখানে থেকে নিজের পছন্দ মত পদের শিক্ষাগত যোগ্যতা চেক করে নিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
- আঁধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- কম্পিউটার নলেজের প্রমাণপত্র বা কোর্সের সার্টিফিকেট
- পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র
- এছাড়াও পদ অনুযায়ী কিছু অন্যান্য ডকুমেন্টস ও লাগবে।
আবেদন পদ্ধতিঃ WB Health Recruitment 2023 এ আবেদন করতে চাইলে প্রার্থীকে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে ফর্ম ফিলাপ করতে হবে।
- ফর্ম ফিলাপ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে বলা হবে। সেগুলোকে ঠিক মত আপলোড করতে হবে।
- এরপর আবেদন মূল্য আবেদনের তারিখের মধ্যে জমা করলেই আবেদন সম্পন্ন হবে।
আবেদনের মূল্যঃ স্বাস্থ্য দফতরে নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের ১০০ টাকা ফিস দিতে হবে। তবে SC, ST, OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য মাত্র ৫০ টাকা।
অফিসিয়াল ওয়েবসাইট : http://north24parganas.gov.in
অফিসিয়াল বিজ্ঞপ্তি : Official Recruitment Notice