চাকরি জীবনের শেষে বা বৃদ্ধ বসিয়ে পেনশন (Pension) পাওয়া গেলে খুবই ভালো হয়। কিন্তু সরকারি চাকরি না পেলে তো পেনশন মেলে না। কিন্তু যদি বলি যে কেউ চাইলেই পেনশন পেতে পারেন, তাও আবার গ্যারেন্টিড। হ্যাঁ এমনই এক দুর্দান্ত স্কিম নিয়ে হাজির হয়েছে LIC (Life Insurance Corporation)। আজকের প্রতিবেদনে সেই প্রসঙ্গে বলবো আপনাদের।
কোন LIC প্ল্যান নিয়ে এমন সুবিধা পাওয়া যাবে? কত টাকা বিনিয়োগ করতে হবে? আর কতটাকা করেই বা পেনশন মিলবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে এই প্রতিবেদনেই। তবে এই স্কিমের জন্য বিনিয়োগকারীকে কিন্তু নূন্যতম ৩০ বছর বয়সী হতে হবে। এরপর বিনিয়োগ করলেই প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
নতুন এই LIC পলিসিটির নাম হল এলআইসি জীবন শান্তি যোজনা (LIC Jeevan Shanti)। যেখানে একবার প্রিমিয়াম দিলেই একটি নির্দিষ্টি সময়ের পর মাসে মাসে টাকা পাওয়া যাবে। এর জন্য নূন্যতম ১.৫ লক্ষ টাকা এককালীন প্রিমিয়াম দিতে হবে। তবে চাইলে এর ওপর যতখুশি টাকা দিয়ে করতে পারেন, কারণ এই পলিসিতে কোনো ঊর্ধ্ব সীমা নেই। এর জন্য বিনিয়োগকারীর বয়স ৩০-৭৯ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনঃ ৩০ শে ডিসেম্বরের আগে করতে হবে এই কাজ, নাহলেই বিপদে পড়তে পারেন SBI অ্যাকাউন্ট হোল্ডাররা
এই স্কীমে দুভাবে বিনিয়োগ করতে পারেন। যার একটিতে একজনের জীবনের জন্য ডিলেইড অ্যানুয়িটি বা এক বার্ষিকী প্ল্যান বা যৌথ জীবনের জন্য জয়েন্ট অ্যানুয়িটি প্ল্যান। কিন্তু এখানে যৌথ স্কীমে ইনভেস্ট করলে পেনশন মিলবে না। পেনশনে পাওয়ার জন্য একক বার্ষিক প্ল্যানেই বিনিয়োগ করতে হবে।
LIC এর এই স্কিমে (LIC Policy) আপনি একবার প্রিমিয়াম দিয়ে পেনশনের সুবিধা যেমন মিলবে। তেমনি পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে গেলে তার নমিনি পেনশন পেতে থাকবে। আপনি চাইলে ১-১২ বছর পর্যন্ত পেনশন পেতে পারেন। তবে সেক্ষেত্রে টাকার অঙ্কটা পাল্টে যাবে।
উদাহরণস্বরুপ, আপনি যদি ৩০ বছর বয়সে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন ৫ বছরের জন্য সেক্ষেত্রে আপনি পাঁচ বছর পর বার্ষিক ৮৮,০০০ টাকা পেনশন পাবেন। তবে এই একই বিনিয়োগ যদি ১২ বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনার বার্ষিক ১,৩৫,৬০০ টাকা পেনশন পাবেন।