বাঙালির প্রথম প্রেম যদি খাওয়া হয় তাহলে দ্বিতীয় প্রেম কিন্তু ঘুরতে যাওয়া হবেই। অবশ্য ভ্রমণ করতে ভালো লাগে না এমন মানুষ হয়তো খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু ওই যে ঘুরতে গেলেই লম্বা ছুটির প্রয়োজন যেটা চাইলেই পাওয়া যায় না, নয়তো টাকার সমস্যা হয়ে দাঁড়ায়। তবে আজ আপনাদের জন্য কলকাতার কাছেই বেশ কয়েকটি ঘুরতে যাওয়ার জায়গার (Travel Destination) হদিশ নিয়ে হাজির হয়েছি। যেখানে কম খরচেই দুর্দান্ত ছুটি কাটানো যেতে পারে। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক।
তাজপুর : আপনার যদি দীঘা একাধিকবার যাওয়া হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তাজপুর কিন্তু দুর্দান্ত একটা ঘোরার জায়গা হতে পারে। দীঘার জনবহুল বীচের থেকে দূরে কিছুটা নির্জনতা আর লাল কাঁকড়ার বিচ কিন্তু বেশ মনোরম একটা পরিবেশের সৃষ্টি করে।
রায়চক : কলকাতার থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরেই রয়েছে রায়চক। একসময় এখানে দুর্গ ছিল কিন্তু সেটা এখন পাল্টে গিয়েছে পাঁচতারা হোটেলে। গঙ্গার তীরে চাইলে কম বাজেটে একাধিক হোটেল পেয়ে যাবেন। সাথে বিকেলের দিকে গঙ্গাবক্ষে ভ্রমণ। শহরের কোলাহল থেকে দূরে একদিনের জন্য ছুটি কাটাতে এখানে আসতেই পারেন।
আরও পড়ুনঃ পুজোয় পুরী-দার্জিলিং যাওয়ার প্ল্যান, অথচ টিকিট নেই? এভাবে বুকিং করলেই টিকিট ১০০ কনফার্ম
টাকি : বাংলার ‘মিনি সুন্দরবন’ নাম পরিচিত টাকি। ইছামতি নদীর তীরে অবস্থিত এই জায়গায় গেলে যেমন সমুদ্র দেখতে পাবেন, তেমনি পাবেন সুন্দরী, গোলপাতার জঙ্গল। এছাড়াও মাত্র ১০০ টাকায় স্থানীয় দর্শনীয় স্থানও ঘুরে দেখা যেতে পারে।
বকখালি : বাংলার দক্ষিণের বদ্বীপ গুলির মধ্যে একটি অন্যতম বকখালি। পিকনিক হোক বা একদিনের ভ্রমণ বকখালি কিন্তু নিঃসন্দেহে দারুন একটি ঘোরার জায়গা। এখানে যেমন প্রাইভেট সমুদ্রসৈকত পাবেন তেমনি চাইলে হেনরির আইল্যান্ড থেকেও ঘুরে আসা যায়।
কোলাঘাট : কলকাতা থেকে দীঘা যাওয়ার পথেই পড়ে কোলাঘাট। তবে সেখানে ঘুরতে কমই যায় লোকে। কিন্তু কোলাঘাটে একদিনের পিকনিকের জন্য যাওয়াই যেতে পারে। তাছাড়া লংড্রাইভ এর জন্যও কোলাঘাট কিন্তু দারুন। বিশেষ করে রূপনারায়ণ নদীর তীরে অনেকেই ঘুরতে যান অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত।